শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

AUTHENTIC FOUNDATION এর উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি’২২ অনুষ্ঠিত।

চ্যানেল মানবাধিকার 24 প্রতিবেদক:-
মানবতার চেতনায় উজ্জীবিত বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিতAUTHENTIC FOUNDATIONএর শিক্ষাবৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘শিক্ষাবৃত্তি-২০২২’ গত ১৪ মে ২০২২ ইংরেজী,রোজ শনিবার ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন-‘আর কে টাওয়ার’ ভবনে অবস্থিত ‘AUTHENTIC’-এর স্কুল পর্যায়ের শাখা-‘AUTHENTIC SCHOOL COACHING’ এ সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
এতে ফটিকছড়ির বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা,ইংরেজি,গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। AUTHENTIC FOUNDATIONএর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।এতেAUTHENTIC FOUNDATIONএর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুন্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইংরেজী বিভাগের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ নুরুল সাব্বির,আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার ইসতিয়াক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাকিব মোহাম্মদ নুরুল সম্রাট ,মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নুশরাত সুলতানা, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফাহিমা ইসরাতুন নেছা ইমি, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ উদ্দিন , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর সায়েম ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউল হাসান এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী লাইজু বিবি।এতে আরও উপস্থিত ছিলেনAUTHENTIC FOUNDATIONএর সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম,মোহাম্মদ হাসান,মোহাম্মদ রেজাউল করিম ,সঞ্জয় বড়ুয়াসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শিক্ষাবৃত্তি-১৯’ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবংAUTHENTIC FOUNDATIONএর সদস্য জয়িতা নাথ মিতুল,নাইমা আকতার এবং মাহামুদা সুলতানা হেপ্পা।তাঁরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন এবং বিভিন্ন উৎসাহমূলক দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরতAUTHENTIC FOUNDATIONএর সক্রিয় সদস্য- সায়মা সুলতানা, সুলতানা খানম,জোসনা আকতার,জান্নাতুত তাহেরাসহ আরো অনেকে।উল্লেখ্য,অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে তিন বিভাগ(বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ)হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের বেতন,বই-পত্র,প্রাইভেট
-টিউশন ইত্যাদির খরচAUTHENTIC FOUNDATIONবহন করবে এবং তাঁরা সম্পূর্ণ বিনা খরচে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পাবেন।

Authentic Foundation



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা