শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

হুজুর গাউছুল আজম শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক)প্রবর্তিত একমাত্র তরিকা হচ্ছে মাইজভান্ডারী দর্শন।

চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আশেকানে হকভান্ডারী শোকর এ মওলা মঞ্জিলে মাইজভান্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেছেন, গাউসুল আজম শাহ সুফী হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) প্রবর্তিত একমাত্র তরিকা হচ্ছে মাইজভান্ডারী দর্শন।
অদ্য ২৫-০৩-২২২ইংরেজী শুক্রবারে‘আশেকানে হক ভাণ্ডারি শোকর-এ মওলা মনজিল কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক ও লেখক ‘শোকর এ মওলা মঞ্জিলের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্বেয় মামাজান জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালাম, বাংলাদেশ -ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ নুর হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন নেওয়াজ শাহরিয়ার আসিফ। স্বাগত বক্তব্য দেন জয়নাল আবেদিন তাওরাত। সভায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, দুস্থদের মাঝে আথিক অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ও মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম দেশে এবং প্রবাসের অসংখ্য সদস্য সদস্যাবৃন্দ প্রমুখ!



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা