শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন,

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজ্জাক তালুকদার বাড়ী নিবাসী আশেকানে হকভান্ডারী শোকর এ মওলা মন্জিলের সম্মানিত উপদেষ্টা,মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাস আল খাইমা শাখার সাবেক সভাপতি মাইজভান্ডারি একাডেমির আজীবন সদস্য চ্যানেল মানবাধিকার 24এর সহযোগী মোঃ ওমর ফারুক এবং মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাস আল খাইমা ইউ এ ই শাখার বর্তমান সভাপতি মোঃ বক্তেয়ার উদ্দীন এর শ্রদ্ধেয় আব্বাজান আলহাজ্ব আহমদ ছাফা(আহমদ হাজী)৯২ বছর বয়সে ১২মার্চ২০২৪ মঙ্গলবার ২টা ৩০মিনিট এর সময় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) রাত ১১টায় দক্ষিণ পাইন্দং হাজী ইসমাইল সওদাগর(প্রস্তাবিত) প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ওসমান বিন জাবেদ এর সঞ্চলনায় মরহুমের স্মৃতিচারণে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন, ৬নং পাইন্দং ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলম শিকদার, মরহুমের পরিবারের পক্ষ হইতে বক্তব্য রাখেন মেজ ছেলে মোঃ ওসমান, এই সময় এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য জসিম উদ্দিন জিকু, মাইজভান্ডারি একাডেমির আজীবন সদস্য আবু সাহাদাত মোঃ সায়েম সুমন, আশেকানে হকভান্ডারী শোকর এ মওলা মন্জিলের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দিন, কামরুল ইসলাম চৌধুরী রাফি, রাশেদুল আলম, পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মজহারুল ইসলাম বি কম, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি আবদুল মালেক, সহসভাপতি মোঃ লোকমান বিন জাবেদ,জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকা র বিশেষ প্রতিনিধি মুহাম্মদ নেজাম উদ্দিন, জাতীয় দৈনিক লিখনী সংবাদ পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি মুহাম্মদ সাইফুল্লাহ সহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ পাইন্দং শাখা এবং অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সংগঠনের সকল পদের কর্মকর্তা সদস্য বৃন্দ প্রমূখ।
উক্ত জানাজায় ইমামতি করেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(কঃ) কেবলা কাবার রওজা শরীফের খাদেম উম্মুল আশেকীন মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম সাহেব,
মরহুম আলহাজ্ব আহমদ ছাফা(আহমদ হাজী) মৃত্যুকালে ৫ পুত্রের মধ্যে ৪ পুত্র, ৫কন্যা এবং নাতি, নাতনী, পতি, সহ অসংখ্য গুনাগগ্রাহী রেখে যান। মরহুমের পরিবারের পক্ষ হইতে পুত্র এবং কন্যাগণ মরহুমের জন্য দোয়া কামনা করেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা