রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়,

মাইজভাণ্ডারী জীবনবাতি পাঠক ফোরাম ফতেহপুর ইউনিটের উদ্যোগে- আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ফতেহপুর শাখা প্রাঙ্গণে ২২এপ্রিল’২৪ সোমবার বা’দ এশা ঈদপুর্নমিলনী, প্রীতিসমাবেশ, মিলাদ জিকিরে সা’মা মাহফিল জীবনবাতি পাঠক ফোরাম ফতেহপুর ইউনিটের সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল শুক্কুর সভাপতিত্বে মুহাম্মদ আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক জীবনবাতির সহকারী সম্পাদক, কেন্দ্রীয় আনজুমানের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা এস এম তানজীদ হোসাইন সাহেব, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাসিক জীবনবাতি” মাইজভাণ্ডারী তরিকা ও দর্শন বিষয়ক পত্রিকা ১৯৮২ সাল থেকে প্রথম প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেছে । এই মাইজভাণ্ডারী পত্রিকার পাঠক হিসেবে ১৯৯৬সালে ফতেহপুর এলাকায় জীবনবাতি পত্রিকার প্রথম পাঠক ফোরাম প্রতিষ্ঠিত হয় জনাব হারুনুর রশিদ ভাণ্ডারী হাত দরে যা আজ অবধি গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, তিনি জীবনবাতি পাঠক ফোরাম ফতেহপুর ইউনিট কে পূর্ণ গঠন কল্পে উদ্যোগি হয়ে সন্নিবেশিত কাজ করার আহবান জানান । এই প্রীতিসমাবেশে প্রধান আলোচক ছিলেন, ছিপাতলী গাউছিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা লেখিকা জেসমিন আকতার মণি, এতে স্বাগত বক্তব্য রাখেন ফতেহপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কফিল উদ্দিন, মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাকিবুল হাসান রাহাত,
নাতে রাসুল (দ:) পরিবেশন করেন মুহাম্মদ ফয়সাল,
শানে গাউছুলআজম পাঠ করেন- মুহাম্মদ মোরশেদুল আলম, সবিশেষ তাওয়াল্লাদে গাউছিয়া ও মিলাদ শরীফ পরিচালনা করেন মুহাম্মদ মোরশেদুল আলম। কর্মসুচি মোতাবেক সর্বশেষ সা’মা মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা