শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

সড়ক দুর্ঘটনায় নিহত মিশুর জানাজায় মুসল্লীর ঢল

চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজি দীঘি সংলগ্ন হেঁয়াকো সড়কে চাঁদের গাড়ি উল্টে নিহত দুইজনের মধ্যে মিশু আকতারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৯-০২-২০২২ইংরেজী রাত ৮.১৫ মিনিটে দক্ষিণ পাইদং মোল্লার বাড়ীর দীঘির পাড় মাঠে জানাজার নামাজে ইমামতি করেন মোল্লার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল আকবর। মর্মাস্পর্শী সড়ক দুর্ঘটনায় নিহত মিশু আকতারের জানাজায় শীত উপেক্ষা করে নামে মুসল্লীর ঢল। তার জানাজায় শরিক হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন,পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন, হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবি এম গোলাম নুর, উপজেলা যুবলীগ নেতা মাইনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক রায়হান রুপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ এবিএম গোলাম নুর পেলাগাজি দীঘি সংলগ্ন হাইওয়ে সড়কে একটি ফুটওভার ব্রিজ নির্মানের দাবী করলে উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তা করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বারবার সড়ক দুর্ঘটনা সংগঠিত, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, নিহত পরিবারকে ক্ষতিপূরণ দাবী করে আজ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হবে জানান ছাত্র লীগের সভাপতি জামাল উদ্দিন। এসময় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে খড়া বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, আমাদের খলিজায় রক্তক্ষরন হচ্ছে। এই দুইটি সোনামনি নিহতের পিছনে হাইওয়ে পুলিশের হাত আছে। তাদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ আছে। ফটিকছড়ি থেকে হাইওয়ে পুলিশ ফাঁড়ি সরাতে হবে।
নিহত মিশুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা