শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

শ্রী শ্রী গৌর গিরিধারী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

গত ১৭ ও ১৮ মার্চ ২০২৪ রবিবার ও সোমবার দক্ষিণ রাঙ্গামাটিয়া শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী শ্রীল ১০৮ গৌরদাস বাবাজি (গোপীনাথ সাধু) এর দ্বিতীয় বাৎসরিক বিরহ দিবস উপলক্ষে বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের অনুষ্ঠিত হয়। উক্ত মহানামযজ্ঞে পৌরহিত্য করেন শ্রী শ্রীল ১০৮ কৃষ্ণদাস বাবাজী, অধিবাস কীর্তন পরিচালনা করেন শ্রী শ্রীল নরোত্তম দাস। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, মহান আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পৃষ্টপোষক নির্মল কান্তি দেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রীযুত সুমন কুমার বণিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ড কমিশনার মো: হেলাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মাষ্টার রনজিত কুমার ভট্টাচার্য্য মনি, ফটিকছড়ি লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, অধ্যাপক সজল পাল, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রীযুত রূপক দে, বিশিষ্ট সাংবাদিক অর্জুন দেবনাথ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের সভাপতি রনজিৎ চক্রবর্তী, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অজিত চন্দ্র দে (সুজন), সাবেক সভাপতি ডা. স্বপন কুমার দত্ত, সাবেক সাধারন সম্পাদক মাষ্টার হিল্লোল দাশ রানা, বর্তমান সাধারণ সম্পাদক উজ্জ্বল শীল, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকত, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের সাধারণ বিশিষ্ট ব্যবসায়ী সম্পাদক পলাশ চৌধুরী, মানস চক্রবর্তী, সুমন বণিক বাসু, কাজল দেব,মাষ্টার লিটন মহাজন, সঞ্জয় দেব নাথ, বাসব দেব, ধনঞ্জয় দেবনাথ, সাধন, চৌধুরী, ডা. সুজন কান্তি নাথ, রতন কান্তি নাথ, পিন্টু শীল, রবি দে, সম্পদ দে, আকাশ নাথ, সুবল কান্তি নাথ, মো. করিম ভূইয়া, মো. শাহ আলম ভূইয়া, ডা. অজিত চক্রবর্ত্তী, মেম্বার মাখন দেবনাথ, মাষ্টার অজিত দেবনাথ, ডা. সন্তোষ দেবনাথ, ডা. সাধন কান্তি নাথ, তপন কান্তি নাথ, বিশিষ্ট ব্যবসায়ী নিতাই দেবনাথ, রতন দেব নাথ, লক্ষীকান্ত নাথ বিশিষ্ট সংগীত শিল্পী লিটন সূত্রধর, প্রমর সূত্রধর, খোকা সূত্রধর, নারায়ন কান্তি নাথ, প্রদীপ আচার্য, মুন্না সূত্রধর, নয়ন সূত্রধর, রুবেল দেব নাথ, শিমূল দেবনাথ, বাদল দেবনাথ, পলাশ কান্তি নাথ, পন্ডিত বটন চক্রবর্তী, রামকমল নাথ, লক্ষণ নাথ, সান্তু দেবনাথ, আশু দেবনাথ, মাষ্টার গোপীনাথ, সহ হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতির মাধ্যমে মহানামযজ্ঞ সম্পূর্ণ হয় । উক্ত মহানামযজ্ঞ সার্বিক পরিচালনায় শ্রী শ্রীল ১০৮ গৌরদাস বাবাজি (গোপীনাথ সাধু) তৎ পুত্র সাধন কান্তি নাথ ও নারায়ন কান্তি নাথ এবং তাহার শিষ্যবর্গ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা