সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত
নোটিশ :

মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৬ষ্ট বার্ষিকী ওরশ শরীফ
মহান ১৬ আশ্বিন ১ অক্টোবর রবিবার ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে খতমে কোরআন,খতমে গাউছিয়া শরীফ,খতমে তাউয়াল্লাদ শরীফ,মিলাদ মাহফিল,আলোচনা সভা,সেমা মাহফিল,তাবরুক বিতরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম।
এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে অতিথি ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন মির্জাপুরি ,উম্মুল আশেক্বীন মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ আবুল কালাম,সাবেক ছাত্রনেতা খোরশেদ হোসেন মিল্লাত,মোহাম্মদ সেকান্দর মিয়া,যুবলীগ নেতা মুজিবুর রহমান স্বপন,জেলা পরিষদ সদস্য এইচ এম আলি আবরার দুলাল,নানুপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সফিউল আজম,রোসাংগীরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিউল আলম,উত্তর জেলা আওয়ামীলেগের সদস্য বখতেয়ার সাইদ ইরান।
মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
মীর শফি উল্লাহ,মোহাম্মদ ইউনুচ,বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল ইসলাম,জিয়াউল হক মামুন,রেজাউল করিম লিটন,মওলানা মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ আজগর আলি,মোহাম্মদ হারুন,আলি নেওয়াজ,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,আসলাম হোসেন মামুন,নাজিম উদ্দিন,সৈয়দ মোহাম্মদ মুরাদ,সৈয়দ আরিফুল ইসলাম,মোহাম্মদ লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,যুগে যুগে পথভ্রষ্ট মানুষদের সঠিক পথের সন্ধান ও মানুষের কল্যাণের জন্য আল্লাহর নবী রাসুলগন ধরাধামে এসেছেন। তারাই ধারাবাহিকথায় আল্লাহর অলিগণও মানুষদের সঠিকপথের সন্ধান এবং মানুষের কল্যাণ করেন। মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারীও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা