শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৬৫তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র ২৭ মার্চ ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে খতমে কোরআন,খতমে গাউছিয়া শরীফ,খতমে তাউয়াল্লাদ শরীফ,মিলাদ মাহফিল,আলোচনা সভা,সেমা মাহফিল,চাউল বিতরণ,তাবরুক বিতরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
ওরশ শরীফে এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে অতিথি ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন মির্জাপুরি ,ফরহাদাবাদ দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী,মতি ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ আনোয়ার শাহ,উম্মুল আশেক্বীন মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ আবুল কালাম।
নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুন্ননবী রোশন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
মীর শফি উল্লাহ,মোহাম্মদ ইউনুচ,বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল ইসলাম,জিয়াউল হক মামুন,রেজাউল করিম লিটন,মওলানা মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ আজগর আলি,মোহাম্মদ হারুন,আলি নেওয়াজ,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,আসলাম হোসেন মামুন,নাজিম উদ্দিন,সৈয়দ মোহাম্মদ মুরাদ,সৈয়দ আরিফুল ইসলাম,মোহাম্মদ লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,যুগে যুগে পথভ্রষ্ট মানুষদের সঠিক পথের সন্ধান ও মানুষের কল্যাণের জন্য আল্লাহর নবী রাসুলগন ধরাধামে এসেছেন। তারাই ধারাবাহিকথায় আল্লাহর অলিগণও মানুষদের সঠিকপথের সন্ধান এবং মানুষের কল্যাণ করেন। মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারীও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা