শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ২৫ মার্চ ২০২৪ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম এর অডিটোরিয়ামে বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম এর ইফতার মাহফিল যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি এড. কাজী মোহাম্মদ সিরাজ এর সভাপতিত্বে আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এড. মোঃ জাফর হায়দার ও সদস্য সচিব এড. মোঃ ফখরুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. মোঃ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)। স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন এড. মোহাম্মদ মজিবুল হক, এড. এএইচএম জিয়া উদ্দিন, এড. আবদুস সাত্তার সারোয়ার, এড. ওমর ফারুক, এড. আবদুর রশিদ, এড. মেজবাহ উদ্দিন, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. আবদুস সাত্তার, এড. শামসুল আলম, এড. সাহাদাত হোসেন, এড. রফিক আহমদ, এড. সেকেন্দার বাদশা, এড. আবদুল হক, এড. রফিক, এড. আব্দুল কাদের, এড. কাশেম কামাল, এড. হাসান আলী, এড. কবির হোসেন, এড. হারুনুর রশিদ, এড. কে এস আব্বাসী, এড. মুরশিদ আলম, এড. আবুল কালাম আজাদ, এড. এইচ.এস সরওয়াদী, এড. মোহাম্মদ বদরুল রিয়াজ, এড. আমিন আহমেদ লিটন, এড. আশরাফ বিনতে মোতালেব, এড. নিলুফার ইয়াসমিন লাভলি, এড. শফিউল আলম মজুমদার, এড. মোশাররফ হোসেন, এড. জুলফিকার হায়দার ফয়সাল, এড. আবদুল কাইয়ুম ভূঞাঁ, এড. মিনহাজ উদ্দিন, এড. তসলিম উদ্দিন, এড. আবুল কালাম, এড. সিরাজুল ইসলাম, এড. আলহাজ্ব নুরুল ইসলাম, এড. ফয়জুল আমিন, এড. সাহাবউদ্দিন, এড. কাশেম চৌধুরী প্রমুখ। বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, হে মুমিনগন! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। ১৮৫ নম্বর আয়াতে বলেন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর এ কোরআন মানবজাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী, এর মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। দোয়া মুনাজাতে কল্যাণ সমিতির প্রয়াত সদস্য এড. মোহাম্মদ বদরুদ্দোজা, এড. সাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, এড. আনোয়ারুল আজিম, এড. গোলাম সরোয়ার, এড. মোশাররফ হোসেন চৌধুরী, এড. সি.এম সামির আলী, এড. মোহাম্মদ ইলিয়াস, এড. সালাউদ্দিন মোহাম্মদ ইকবাল, এড. ফজলুল করিম ভূঁইয়া, এড. এ.কে.এম রুহুল আমিন, এড. হারেছ আহম্মেদ মজুমদার, এড. এ.কে.এম হারুনুর রশীদ চৌধুরী, সহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সকল মরহুম সদস্যদের জন্য মোনাজাত করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদ এর ইমাম মাওলানা নজীবুল কবির রাহ্গীর।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা