শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক) মীরসরাইতে শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

গত ২২ মার্চ ২০২৪খ্রি. শুক্রবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মীরসরাই উপজেলা সংসদ আওতাধীন ১৪, ১৫ ও ১৬নং ইউনিয়ন সংসদ (২০২৪-২০২৬খ্রি.) এর শুভ অভিষেক অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে মীরসরাই বড় দারোগাহাট জাফরাবাদ সর্বজনীন মাতৃ মন্দিরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পার্থ সারথি পূজা, সম্মিলিত গীতাপাঠ, অতিথিবৃন্দের আসন গ্রহণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা ওনৈতিক শিক্ষা প্রচার প্রসারে বাগীশিক ভূমিকা শীর্ষ আলোচনা। অনুপ ধর বুলবুল এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সঞ্জীব কুমার সাহা, আশীর্বাদক ছিলেন শুভাশীষ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন শংকর কুমার সাহা, প্রধান বক্তা ছিলেন শিবু কুমার দাশ, সংবর্ধেয় অতিথি প্রিয়তোষ নাথ, খোকন কান্তি ধর, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সুজনানন্দ ব্রহ্মচারী, স্বাগত বক্তব্য রাখেন রাজীব কর্মকার। শপথ বাক্য পাঠ করান উৎপল কুমার দে। নয়ন কান্তি নাথ ও সৌরভ দেবনাথ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এলভিন সাহা, মিহির কান্তি নাথ, রতন দাশ, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, বিপ্লব পাল চৌধুরী, নিকু শীল, অনিল চন্দ্র নাথ, উজ্জ্বল ভৌমিক, বাসু চৌধুরী, উজ্জ্বল চন্দ্র নাথ, মানিক চক্রবর্তী, উজ্জ্বল কুমার দে, গোপী কুমার দাশ, বিজল কান্তি নাথ, রিপন দাশ সবুজ সেন, ডা. শ্রী দীপক নাথ প্রমূখ। নিতাই দাস, বিকাশ সাহা ও কৃষ্ণ দাশ এর তত্ত্ববাধানে আরো উপস্থিত ছিলেন ১৪, ১৫, ১৬নং ইউনিয়ন সংসদের উপদেষ্টা বিশ্বজিৎ পাল, রতন পাল, ইন্দ্রজিৎ পাল (রুবেল), দুর্লভ বিশ্বাস, বাবুল শীল, মতিলাল দে, রতন কান্তি ধর, খোকন কান্তি ধর, বাবুল চন্দ্র দাশ, আশুতোষ শর্মা, ননী কুমার দাশ, সঞ্জীব সাহা টিটু, অরুপ কুমার ধর, বুলবুল ঘোষ, উত্তম সাহা, সপ্তম চৌধুরী, পরেশ চন্দ্র নাথ, দীপক কান্তি নাথ, বাবুল চন্দ্র নাথ, পৃষ্ঠপোষক শংকর কুমার সাহা, শংকর রায়, প্রণব চৌধুরী, সুবল সাহা, জহরলাল দে, বিশ্বজিৎ দাস, রতন কৃষ্ণ দাস, অভিজিৎ ধর বাপ্পী, ডা. অসীম সাহা, কালাচাঁদ পাল, বিকাশ পাল, অজিত নাথ, অলকেশ পাল, অসীম রক্ষিত, নবারুন চৌধুরী, অশোক কুমার দে, বাপ্পী চক্রবর্তী, বিপ্লব সাহা, কমল ধর, ডা. তপন কান্তি নাথ, মনোতোষ নাথ, শেপাল চন্দ্র নাথ প্রমূখ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা