রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী
নোটিশ :

ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়ানো উম্মাহর দায়িত্ব -সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ১১ রবিউস সানি ১৪৪৫ হিজরী, ২৭ অক্টোবর ২০২৩ ইং শুক্রবার বাদে আসর থেকে নানা কর্মসুচির মাধ্যমে শাহানশাহে বাগদাদ, পীরানেপীর দস্তগীর, গাউসুল আজম শায়খ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’র ফাতেহা-ই ইয়াজদাহুম দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, গাউসিয়া আহমদিয়া মনজিলে অনুষ্ঠিত হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন, আ’লে রাসুল(দ.), আ’লে গাউসুল আজম মাইজভাণ্ডারী,জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম, হজরত আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী । বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.), উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটি, দায়রা, শাখার খাদেমবৃন্দ । এসময় স্থানীয় কিছুসংখ্যক দায়রা ও শাখা গত ২৯ আশ্বিন ১৪৩০ গঠিত কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডে মহামান্য চেয়ারম্যান ও কার্যকরী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.)কে ফুলেল শুভেচছা জানানো হয় । সভাপতির বক্তব্য শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) বলেন, গাউছে পাক শাহানশাহে বাগদাদ যে উসুলের উপর তরিকার প্রতিষ্ঠা করে তরিকত সমৃদ্ধ করেন, সে উসুলের নির্জাস সর্ববেষ্টনকারী তরিকা হিসেবে মাইজভাণ্ডারী তরিকার উদ্ভব বিকাশ বিশেষত্বে অনুগ্রহ দয়া হাসিল করা পাথেয়। তিনি আরো বলেন, ফিলিস্তিনের মুসলিম অসহায় মজলুম, তাদের পাশে মুসলিম নেতৃত্ববৃন্দ এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি । সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা