শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসায় ফাতেয়া গাউসুল আজম জিলানী মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত।

চ্যানেল মানবাধিকার24প্রতিবেদনঃ-
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহি মহিলা শিক্ষা নিকেতন আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসায় পীরানে পীর দস্তগীর মাহবুবে ছোবহানে গাউছে ছামদানী কুতুরে রাব্বানী মহিউদ্দিন হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) আল্ হাসানী, ওয়াল হোসাইনী স্মরণে ফাতেয়া গাউসুল আজম জিলানী মাহফিল ও চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এইচ এম আলি আবরাহা দুলাল এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন ড. ইফতেকার উদ্দিন চৌধুরী সাবেক ভি.সি. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সংবর্ধিত অতিথি এইচ এম আলী আবরাহা দুলাল,
সদস্য চট্টগ্রাম জেলা পরিষদ।
মাওলানা এহসানুল করিম, কাউন্সিলর ফটিকছড়ি পৌরসভা,
স্বাগত বক্তব্য রেখেছেন মাদরাসার সহ সুপার মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মাওলানা
মুহাম্মদ নুরুল আমিন,
উপাধ্যক্ষ
বুড়িরচর জিয়াউল উলুম কামিল মাদরাসা।
বিশেষ অতিথি
সাবেক সভাপতি ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী। মাওলানা শাহাদাৎ হোসেন শরীফ,
অফিসার চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল। সালাহ উদ্দিন মুহাম্মদ সোহেল চৌধুরী, সভাপতি নব চেতনা যুব গোষ্ঠী
বিটিভির সংবাদ পাঠিকা শারমিন আক্তার, সমাজ সেবক শেখ মুহাম্মদ মহিউদ্দিন মুন্না, ধলই ইউনিয়ন পরিষদের সদস্যা সুলতানা রিজিয়া ,ও জেসমিন আকতার লতা,
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা শেখ মুহাম্মদ বশিরুল আলম, জান্নাতুল কাওসার রুমা,শামিম আকতার, পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন চৌধুরী, পুরস্কার দাতা আবদে মোস্তফা তারেক,
শাহজাদা গাউছিয়া আমিন মন্জিল ধলই। আখেরি মোনাজাত করেন আ ম ম শফিউল আলম শফিনগরি।আনুষ্ঠান
পরিচালনায় মুহাম্মদ এয়াকুব, ও আফাজ উদ্দিন চৌধুরী।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা