রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত
নোটিশ :

আশেকানে হক ভান্ডারী শোকর – এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহা – এ ইয়াজদাহুম সম্পন্ন :-

গাউছে ছামদানী, কুতুবে রাব্বানী, পীরানে পীর, গাউসুল আজম শাহসূফি হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ) কেবলা কাবার পবিত্র ওরশ – এ পাক উপলক্ষ্যে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভান্ডারী, শোকর-এ মওলা মনজিল এর ব্যবস্থাপনায় গত ২৭/১০/২৩ ইং, শুক্রবার ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও সেমা মাহফিল সংগঠনের প্রধান কার্যালয় হারুয়ালছড়ির পাটিয়ালছড়িস্থ শোকর – এ মওলা মনজিলে সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দঃ), মাইজভান্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পৃথিবীতে প্রথম গাউসুল আযম দাবীদার হযরত আবদুল কাদের জীলানী (কঃ) মুহিউদ্দিন অর্থাৎ ধর্মের পুনর্জীবন দানকারী হিসেবে পৃথিবীতে আবির্ভাব হয়ে ইসলাম তথা কল্যাণের পথে মানুষকে আহ্বানের মাধ্যমে হেদায়াত কার্য পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় গাউসুল আযম মাইজভান্ডারী (কঃ) মাইজভান্ডারী ত্বরিকার মাধ্যমে মানব মুক্তির সহজবোধ্য পথ উন্মোচন করেন। যার ধারা বর্তমানে মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ) কেবলা কাবার মাধ্যমে পরিচালিত। মওলা হুজুর কেবলা কাবার মানবতার কার্যক্রম ও ধর্মীয় নির্দেশনা আজ বিশ্বব্যাপী কল্যাণকর ও সমাদৃত হিসেবে সকলের দৃষ্টিগোচর হয়েছে। ”
আলোচনায় আরও অংশগ্রহণ করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, দুবাই রাস-আল-খাইমা শাখার প্রধান উপদেষ্টা জনাব ওমর ফারুক, মাইজভান্ডারী আদর্শবাহী সংগঠন জ্যোতি ফোরামের সভাপতি জনাব জয়নুল আবেদিন তওরাত। এতে উপস্থিত ছিলেন,মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ প্রবাসী ইউনিট ও আশেকানে হক ভান্ডারী শোকর-এ মওলা মনজিল ও জ্যোতি ফোরাম এর উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্য বৃন্দ প্রমূখ!সভায় একই সাথে আশেকানে হক ভান্ডারী, শোকর – এ মওলা মনজিলের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্য এবং মিলাদ মুনাজাত ও সেমা মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘটে।
সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন সাগর।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা