শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের পাশে AUTHENTIC FOUNDATION,,

চ্যানেল মানবাধিকার24 প্রতিবেদন:-ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”- এমন দৃশ্য দেখা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছেন অনেকে।আবার অগ্নিদগ্ধে আহত স্বজনের পাশে দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশেহারা অনেকে।যেন একটু সহযোগিতা পেলে হাসি ফোটে সদ্য বিধ্বস্ত পরিবার গুলোর মাঝে।

হাক্কুল ইবাদ বা সৃষ্টির হক আদায়ের প্রচেষ্টায় সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ দুর্ঘটনায় আহত মানুষদের সেবার নিমিত্তে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেছে “Authentic “এর বর্তমান এবং সাবেক শিক্ষার্থী নিয়ে গঠিত “AUTHENTIC FOUNDATION”।সেই লক্ষ্যে গত ৮ জুন ২০২২ ইং,রোজ বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে AUTHENTIC FOUNDATION কর্তৃক আর্থিক অনুদান দেওয়া হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে।

এতে AUTHENTIC FOUNDATION এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মোহাম্মদ মোকতার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইংরেজী বিভাগের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ নুরুল সাব্বির, আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার ইসতিয়াক, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নুশরাত সুলতানা, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফাহিমা ইসরাতুন নেছা ইমি এবং চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থী জেমি বড়ুয়া (বিএসসি ইন নার্সিং) ও তানজিলা আকতার (ডিপ্লোমা ইন মিডওয়াইফারী)।

এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন AUTHENTIC FOUNDATION এর সক্রিয় সদস্য সায়মা সুলতানা, মোহাম্মদ আমান উল্লাহ এবং লাইজু বিবি।

“Authentic Foundation”



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা