মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের পাশে AUTHENTIC FOUNDATION,,

চ্যানেল মানবাধিকার24 প্রতিবেদন:-ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”- এমন দৃশ্য দেখা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছেন অনেকে।আবার অগ্নিদগ্ধে আহত স্বজনের পাশে দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশেহারা অনেকে।যেন একটু সহযোগিতা পেলে হাসি ফোটে সদ্য বিধ্বস্ত পরিবার গুলোর মাঝে।

হাক্কুল ইবাদ বা সৃষ্টির হক আদায়ের প্রচেষ্টায় সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ দুর্ঘটনায় আহত মানুষদের সেবার নিমিত্তে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেছে “Authentic “এর বর্তমান এবং সাবেক শিক্ষার্থী নিয়ে গঠিত “AUTHENTIC FOUNDATION”।সেই লক্ষ্যে গত ৮ জুন ২০২২ ইং,রোজ বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে AUTHENTIC FOUNDATION কর্তৃক আর্থিক অনুদান দেওয়া হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে।

এতে AUTHENTIC FOUNDATION এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মোহাম্মদ মোকতার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইংরেজী বিভাগের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ নুরুল সাব্বির, আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার ইসতিয়াক, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নুশরাত সুলতানা, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফাহিমা ইসরাতুন নেছা ইমি এবং চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থী জেমি বড়ুয়া (বিএসসি ইন নার্সিং) ও তানজিলা আকতার (ডিপ্লোমা ইন মিডওয়াইফারী)।

এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন AUTHENTIC FOUNDATION এর সক্রিয় সদস্য সায়মা সুলতানা, মোহাম্মদ আমান উল্লাহ এবং লাইজু বিবি।

“Authentic Foundation”



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা