রবিবার, ১১ জুন ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেতু মন্ত্রণালয়ের সচিবের নাজিরহাট পুরাতন ব্রীজ পরিদর্শন শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী- পেয়ারুল ইসলাম নীলফামারী জলঢাকা উপজেলার চার নং গোলনা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের মোঃ জামিয়ার হোসেনের টাকা আত্মসাত। নিজের মায়ের কাছ থেকে প্রতারণার শিকার জামিয়ার ইসলাম। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠিত বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র রাজধানী ঢাকার উত্তরায় অফিস উদ্বোধন, শোক সংবাদ শোক সংবাদ আমেরিকায় গাউসিয়া হক কমিটির ব্যবস্থাপনায় ‘শোহাদা-ই-কারবালা মাহফিল’ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন এর মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার 24 এর শোক প্রকাশ, গলায় লিচুর বিচি আটকে ৭মাস বয়সী শিশুর মৃত্যু! বীরগঞ্জে কৃষি মেলা-২০২৩ইং এর শুভ উদ্ভোধনঃ বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ১৩ তম বর্ষপূর্তি ২০২৩ইং সম্পন্ন।
নোটিশ :

রাউজানে মোহাম্মদপুর দায়রা প্রাঙ্গণে জিকরে গাউসুলআজম মাহফিল অনুষ্ঠিত,

মাইজভাণ্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা বাংলার জমিনে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)- এর মহান ১০ মাঘ, ২৪ জানুয়ারী ওরশ শরীফ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিন ১ মাঘ, ১৫ জানুয়ারী ‘২৩ ইং রোজ রবিবার বাদে মাগরিব হতে ‘জিকরে গাউসুলআজম মাহফিল’ অছি-এ-গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার-এ-গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)- এর নির্দেশেক্রমে, রাউজান, মোহাম্মদপুর, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মোহাম্মদপুর দায়রা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুলআজম, নায়েব, মোন্তাজেম দরবার-এ-গাউসুলআজম শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)।
ডাঃ গাজী আবদুল মান্নান সাহেবের সভাপতিত্বে ও মোহাম্মদ সাহিল উদ্দীনের সঞ্চালনায় উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন বি, এম, জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান ৭নং রাউজান ইউনিয়ন পরিষদ। মাওলানা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী, সিনিয়র আরবি প্রভাষক, ষোলশহর জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা। আল্লামা শফিউল আজম আলকাদেরী, অনার্স বিভাগ, বিভাগীয় প্রধান, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা। আল্লামা মুহিবউল্লাহ নক্সবন্দী, সাজ্জাদানশীন হাজী পাড়া দরবার শরীফ। আল্লামা রায়হান রেজভী, আলহাজ্ব মীর মোহাম্মদ জসিম উদ্দিন, রাহে ভাণ্ডার দরবার শরীফ, রাঙ্গুনিয়া। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় দপ্তর ও পাঠাগার সম্পাদক এনামুল হক চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য কাজী জাহাঙ্গীর হাফিজ, সুফি মাসুদ আকবর, মঈনুল ইসলাম মিন্টু, জেলা সমন্বয় কমিটির সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস, এম, আনোয়ার হোসেন, মুনছুর চৌধুরী, আলা উদ্দীন সহ বিভিন্ন দায়রা ও শাখা সমূহের খাদেমানবৃন্দ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা