শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

ত্বরিকত চর্চায় ইনসাফ ও উপযুক্ত ভাবগাম্ভীর্যতা নিশ্চিত করতে হবে – সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার সবকিছু ‘আলেম বিল্লাহ্ ওয়া বিআমরিল্লাহ্’ দ্বারা স্বীকৃত। এ ত্বরিকার দৃষ্টিভঙ্গি ‘আদিল’ বিধায় এ ত্বরিকার চর্চাকারীদেরকে সবক্ষেত্রে ইনসাফ করতে হবে। ত্বরিকত চর্চায় উপযুক্ত ভাবগাম্ভীর্যতা নিশ্চিত করতে হবে, সবার উপর ইনসাফ করতে হবে। কোথাও বাড়াবাড়ি-সীমালঙ্ঘন করে ফেললে নিজ দোষ ধ্যান করে সেটা সংশোধন করে নিতে হবে। বেলায়তে মোত্লাকা কিতাবকে ঘনিষ্ঠভাবে বুঝে গাউসুল আযম মাইজভাণ্ডারীর বিশ্বজনীন এ দৃষ্টিভঙ্গি বুঝে নিতে হবে এবং তা বিশ্বজনীনভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।”
১১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৪তম উরস্ শরিফ মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র উরস উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহফিলে সাজ্জাদানশীন শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী সভাপতির বক্তব্যে এ কথা বলেন।বাদ ফজর রওজা শরীফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী হযরত আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা’র ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দীন,মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, রাউজান বায়তুন্ নূর জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন মাইজভাণ্ডারী, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা’র প্রধান হাফেজ মোহাম্মদ আবুল কালাম,চরণদ্বীপ দরবার শরিফের শাহজাদা মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী চরণদ্বীপি,চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্, গোমদন্ডী দরবারের শাহজাদা মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।মিলাদ পরিচালনা করেন রওজা-ই-শাহানশাহ্ মাইজভাণ্ডারীর সাবেক খাদেম মাওলানা এস এম এম সেলিম উল্লাহ্। আখেরি মোনাজাতে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী দেশ-জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত কামনা করেন।এছাড়াও ওরশ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ কর্তৃক ৮ দিনব্যাপী কর্মসূচী পালন করে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা