বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে-মিলাদুন্নবী(সা:) মাহফিল অনুষ্ঠিত ধর্মনুভাবক লীলাবতী আচার্য্যরে ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) এর পবিত্র চন্দ্র বার্ষিকী ফাতেহা এবং মহান ২৬ শে আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন। গাউসিয়া হক মনজিল ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বেসিক ট্রেড ইন্সটিটিউট এসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সভা অনুষ্ঠিত মধ্যম পাইন্দং এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ) মাহফিল অনুষ্ঠিত,, জমজমাট ভাবে পালিত হয়েছে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী: গুনগত স্বাস্থ্যসেবা সামগ্রিক উন্নয়নে অনিবার্য শর্ত – ডঃ ইফতেখার মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন,
নোটিশ :

ত্বরিকত চর্চায় ইনসাফ ও উপযুক্ত ভাবগাম্ভীর্যতা নিশ্চিত করতে হবে – সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার সবকিছু ‘আলেম বিল্লাহ্ ওয়া বিআমরিল্লাহ্’ দ্বারা স্বীকৃত। এ ত্বরিকার দৃষ্টিভঙ্গি ‘আদিল’ বিধায় এ ত্বরিকার চর্চাকারীদেরকে সবক্ষেত্রে ইনসাফ করতে হবে। ত্বরিকত চর্চায় উপযুক্ত ভাবগাম্ভীর্যতা নিশ্চিত করতে হবে, সবার উপর ইনসাফ করতে হবে। কোথাও বাড়াবাড়ি-সীমালঙ্ঘন করে ফেললে নিজ দোষ ধ্যান করে সেটা সংশোধন করে নিতে হবে। বেলায়তে মোত্লাকা কিতাবকে ঘনিষ্ঠভাবে বুঝে গাউসুল আযম মাইজভাণ্ডারীর বিশ্বজনীন এ দৃষ্টিভঙ্গি বুঝে নিতে হবে এবং তা বিশ্বজনীনভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।”
১১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৪তম উরস্ শরিফ মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র উরস উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহফিলে সাজ্জাদানশীন শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী সভাপতির বক্তব্যে এ কথা বলেন।বাদ ফজর রওজা শরীফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী হযরত আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা’র ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দীন,মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, রাউজান বায়তুন্ নূর জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন মাইজভাণ্ডারী, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা’র প্রধান হাফেজ মোহাম্মদ আবুল কালাম,চরণদ্বীপ দরবার শরিফের শাহজাদা মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী চরণদ্বীপি,চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্, গোমদন্ডী দরবারের শাহজাদা মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।মিলাদ পরিচালনা করেন রওজা-ই-শাহানশাহ্ মাইজভাণ্ডারীর সাবেক খাদেম মাওলানা এস এম এম সেলিম উল্লাহ্। আখেরি মোনাজাতে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী দেশ-জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত কামনা করেন।এছাড়াও ওরশ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ কর্তৃক ৮ দিনব্যাপী কর্মসূচী পালন করে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা