রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন আশেকানে হক ভান্ডারী, শোকর – এ মওলা মনজিলের মাসিক মাহফিল সম্পন্ন মাইজভান্ডারী একাডেমির আয়োজনে বোস্টনে ” সুফি দৃষ্টিভঙ্গি শান্তি এবং ন্যায় বিচার” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
নোটিশ :

মাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সম্পন্নঃ

মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে ১৬ অক্টোবর রবিবার বাদ আছর হতে হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (রহ.)’র চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে ছদারত করেন,১৯৮৭ সনে উক্ত ঐতিহাসিক মাহফিলের গোড়াপত্তনকারী অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (রহ.)’র স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ, মোন্তাজেম ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)।
মাহফিলে আলোচনায় অংশ নেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার নিউইয়র্ক নর্থ ব্রংস ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব আল্লামা শায়খ সাইফুল আজম আল-আজহারী,গহিরা এফ.কে.জামেউল উলুম আলীয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস মুফতি ইবরাহীম আল কাদেরী, কুমিল্লা ঘিলাতলা দরবারের সাজ্জাদানশীন মুফতি বাকী বিল্লাহ আল-আজহারী,ঢাকা আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল এণ্ড কলেজের সিইও ও এমডি শায়খ মুফতি সৈয়দ গোলাম কিবরীয়া আল-আজহারী,মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী, বায়েজিদ আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইলিয়াস হোসাইনী মাইজভাণ্ডারী প্রমূখ। দেশবরেণ্য ওলামা মশায়েখ ও আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীগণ এতে উপস্থিত ছিলেন।মাওলানা আবুল কাসেম মুহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল,সদস্য সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল, যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ,মুফিজুল আলম,সহকারী সচিব কফিল উদ্দিন, লালন ওসমান, মাওলানা মুহাম্মদ হাসান,মোস্তফা কায়সার মাহমুদ সুজন প্রমূখ।
সভাপতির সমাপনী বক্তব্যে সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী বলেন, ” বর্তমান বিতর্কময় ও অস্থিতিশীল বিশ্বে মাইজভাণ্ডারী দর্শন আমাদেরকে শান্তি ও মুক্তির শিক্ষা দেয়,আল্লাহ ও তাঁর রাসুল (দ.)’র আদর্শের অনুসরণে বর্তমানে মাইজভাণ্ডারী তরিকা ও দর্শনের মূল শিক্ষা দিশেহারা জাতির নিকট ঐক্য ও সাম্যের বার্তা পৌছে দিতে হবে।
পরিশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা