শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

মাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সম্পন্নঃ

মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে ১৬ অক্টোবর রবিবার বাদ আছর হতে হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (রহ.)’র চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে ছদারত করেন,১৯৮৭ সনে উক্ত ঐতিহাসিক মাহফিলের গোড়াপত্তনকারী অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (রহ.)’র স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ, মোন্তাজেম ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)।
মাহফিলে আলোচনায় অংশ নেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার নিউইয়র্ক নর্থ ব্রংস ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব আল্লামা শায়খ সাইফুল আজম আল-আজহারী,গহিরা এফ.কে.জামেউল উলুম আলীয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস মুফতি ইবরাহীম আল কাদেরী, কুমিল্লা ঘিলাতলা দরবারের সাজ্জাদানশীন মুফতি বাকী বিল্লাহ আল-আজহারী,ঢাকা আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল এণ্ড কলেজের সিইও ও এমডি শায়খ মুফতি সৈয়দ গোলাম কিবরীয়া আল-আজহারী,মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী, বায়েজিদ আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইলিয়াস হোসাইনী মাইজভাণ্ডারী প্রমূখ। দেশবরেণ্য ওলামা মশায়েখ ও আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীগণ এতে উপস্থিত ছিলেন।মাওলানা আবুল কাসেম মুহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল,সদস্য সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল, যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ,মুফিজুল আলম,সহকারী সচিব কফিল উদ্দিন, লালন ওসমান, মাওলানা মুহাম্মদ হাসান,মোস্তফা কায়সার মাহমুদ সুজন প্রমূখ।
সভাপতির সমাপনী বক্তব্যে সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী বলেন, ” বর্তমান বিতর্কময় ও অস্থিতিশীল বিশ্বে মাইজভাণ্ডারী দর্শন আমাদেরকে শান্তি ও মুক্তির শিক্ষা দেয়,আল্লাহ ও তাঁর রাসুল (দ.)’র আদর্শের অনুসরণে বর্তমানে মাইজভাণ্ডারী তরিকা ও দর্শনের মূল শিক্ষা দিশেহারা জাতির নিকট ঐক্য ও সাম্যের বার্তা পৌছে দিতে হবে।
পরিশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা