রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন আশেকানে হক ভান্ডারী, শোকর – এ মওলা মনজিলের মাসিক মাহফিল সম্পন্ন মাইজভান্ডারী একাডেমির আয়োজনে বোস্টনে ” সুফি দৃষ্টিভঙ্গি শান্তি এবং ন্যায় বিচার” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
নোটিশ :

বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ২০২২ইংরেজী অনুষ্ঠিত,

চ্যানেল মানবাধিকার24প্রতিবেদক:-
অদ্য ২৭-৮-২০২২ ইং, হযরত সৈয়দ ফয়জুল হক মাইজভাণ্ডারী (কঃ) ব্লাড ডোনার্স গ্রুপ এর সহযোগীতায় এবং আশেকানে হক ভান্ডারী শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় হারুয়ালছড়ির পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ও স্থানীয় এলাকাবাসীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প-২০২২ ইং পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা আবুল কাসেম ফারুকী সাহেবের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য ও পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) এর অমিয় বাণী – “কাজের জন্য জগৎ-জীবন, আল্লাহ-রাসূলের বিধান। ভাল কাজই ইবাদত।” পাঠান্তে প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন – পৃথিবীতে যারা মহান হয়েছেন তারা কাজ করে গেছেন। কাজের জন্য উনারা অনেক প্রতিবন্ধকতা ও সমালোচনার সম্মুখীন হয়েছেন। কিন্তু তাঁরা যে মহামানব তা প্রমাণ দিয়েছেন কাজের মাধ্যমে, কথায় নয়।
তিনি আরো বলেন – ধর্মের লক্ষ্য হচ্ছে মানবসেবা। আমাদের সকল ইবাদত-বন্দেগীর মূল লক্ষ্য হচ্ছে নিজে মানব হয়ে মানবসেবা করা। রাহবারে আলম মওলা হুজুর মাইজভান্ডারী (ম:জি:আ:) জনকল্যাণে যেসব কর্মকান্ড পরিচালনা করছেন তা নতুন কিছু নয়। গাউসুল আজম মাইজভান্ডারী (ক:) তা সূচনা করেছেন। তারই পরিক্রমায় আজকের এই মহতী কার্যক্রম “ব্লাড গ্রুফিং”।
উক্ত কর্মসুচীতে সৈয়দ ফয়জুল হক মাইজভাণ্ডারী কঃ ব্লাড ডোনার্স গ্রুপ এর সেচ্ছাসেবক গণ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও শোকর এ মওলা মনজিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা