শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আর লক্ষ্য ও উদ্দেশ্য কে মানুষের কাছে হেদায়েতবাণী পৌঁছে দিচ্ছে অবলীলায়, নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জসিম উদ্দিন (বাবুল)’র সাথে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সুখ শিং জি এর সাথে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ হাবিবনগর, ভূজপুর, ফটিকছড়িতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে নগদ আর্থিক সহায়তা নিয়ে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ)
নোটিশ :

তুমি আছো বলেই’ বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে লেখক ডা. বরুণ কুমার আচার্য রচিত ‘তুমি আছো বলেই’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মাইজভাণ্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর তনয় শাহজাদায়ে রাহবারে আলম সৈয়দ আহমদ মুনতাজির জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচনকালে বলেন, একজন লেখক বিভিন্ন শৈলীর বিকাশ করেন তাঁর লেখনীর মাধ্যমে। যেটি আমরা বই আকারে পাই। তাই সবচেয়ে ধ্রুবক বন্ধু হচ্ছে বই। বই যত পড়বেন তত বেশি জানতে পারবেন, তত বেশি শিখতে পারবেন। ডা. বরুণ কুমার আচার্যের লেখা ‘তুমি আছো বলেই’ বইটি পরে মনে হয়েছে এর প্রতিটি শব্দাংশ যেন একটি স্ফুলিঙ্গ, যা থেকে সাহিত্যের সাথে মানুষের মননে এক প্রকার সাঁকোর সৃষ্টি করেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আসিফ, মো. মাসুদ প্রমুখ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা