মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

জ্যোতি ফোরামের উদ্যোগে ফটিকছড়িতে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি ২০২৩ সম্পন্ন।

আসন্ন ২২ চৈত্র,গাউছুল আজম বিল-বেরাসত,হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী(প্রকাশ:বাবা ভাণ্ডারি) ক.-এর পবিত্র ওরশ শরিফ উপলক্ষ্যে জ্যোতি ফোরামের উদ্যোগে এবং এস.ই.এম মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ারের সহযোগিতায় ২১শে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ‘ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি-২০২৩’ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ৭নং কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী দিদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, জ্যোতি ফোরামের প্রতিষ্টাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদুল করিম মুরাদের সঞ্চালনায়, জ্যোতি ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নাল আবেদিন তাওরাতের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন পরবর্তীতে আমন্ত্রিত অতিথিগন বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”আধ্যাত্মিকতা উপলব্ধির বিষয়।আধ্যাত্মিকতা পালন করে সেটিকে কর্মের মাধ্যমে,মানবতার সেবার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে।দু’টি বিষয় খেয়াল রাখতে হবে-আত্মাকে পরমাত্মার সাথে সম্পৃক্ত করা এবং সেটিকে ভিত্তি করে সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা ইউনিয়ন ব্যাংক লি. ফকিরহাট শাখার ব্যবস্থাপক মু. আজম, কাঞ্চননগর আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জানে আলম,কাঞ্চননগর ইউপি সদস্য মু. আলকাস, আশেকানে হক ভাণ্ডারী শোকর এ মওলা মনজিলের কর্মকর্তা কামরুল হাসান চৌধুরী রাফি,টনি পালিত, ইঞ্জি. ইব্রাহীম,আবু নোমান মাসুম,মু. সাইফুল, মু. নেজাম, হারুন,সাইফুল নাঈম,জ্যোতি ফোরাম কর্মকর্তা মিজান শাহরিয়ার নিশাত,শাহাদাত হোসেন ইরফান, শাহরিয়ার ইসতিয়াক,ডা. ইকবাল,মঈন,রিয়াদ,সাকিব,জাহেদ,তওহিদ, নওশাদ,করিম,আরমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।কর্মসূচিতে সারাদিন ব্যাপী এলাকার আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা