বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে-মিলাদুন্নবী(সা:) মাহফিল অনুষ্ঠিত ধর্মনুভাবক লীলাবতী আচার্য্যরে ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) এর পবিত্র চন্দ্র বার্ষিকী ফাতেহা এবং মহান ২৬ শে আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন। গাউসিয়া হক মনজিল ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বেসিক ট্রেড ইন্সটিটিউট এসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সভা অনুষ্ঠিত মধ্যম পাইন্দং এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ) মাহফিল অনুষ্ঠিত,, জমজমাট ভাবে পালিত হয়েছে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী: গুনগত স্বাস্থ্যসেবা সামগ্রিক উন্নয়নে অনিবার্য শর্ত – ডঃ ইফতেখার মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন,
নোটিশ :

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

সারাদেশে রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রীর সম্মতির পর এইচএসসি ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, অন্যান্য বারের মতই শিক্ষার্থীরা ফল জানতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ওয়েবসাইট এমনকি মোবাইলেও ফলাফলের এসএমএস পাওয়া যাবে। শিক্ষার্থীরা কখন এসএমএস পাবে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যা ৬ টার পর পরীক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে।

৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ফল প্রার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা