চ্যানেল মানবাধিকার24প্রতিবেদক:-
মানবতার চেতনায় উজ্জীবিত বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত "Authentic Foundation" এর উদ্যোগে "পবিত্র মাহে রমজান" উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিল গত ২৩ রমজান,২৫ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক রোজ সোমবার "Authentic Foundation" এর অফিস-ফটিকছড়ি থানার দক্ষিণ গেইটস্থ গোয়াছ ফকির ভবনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন Authentic Foundation এর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ নুরুল সাব্বির এবং ১ম বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান তুষার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার ইসতিয়াক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রায়হান মুনতাসির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলী মর্তুজা রিয়াজ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হোসেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জিয়াউল হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন Authentic Foundation এর সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম,মোহাম্মদ নওশাদ,মোহাম্মদ হাসানসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
এতে ইফতারপূর্ব সময়ে পবিত্র মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিবেশন করা হয়।
🌷 Authentic Foundation 🌷
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.