রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন আশেকানে হক ভান্ডারী, শোকর – এ মওলা মনজিলের মাসিক মাহফিল সম্পন্ন মাইজভান্ডারী একাডেমির আয়োজনে বোস্টনে ” সুফি দৃষ্টিভঙ্গি শান্তি এবং ন্যায় বিচার” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
নোটিশ :

AUTHENTIC FOUNDATION এর উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি’২২ অনুষ্ঠিত।

চ্যানেল মানবাধিকার 24 প্রতিবেদক:-
মানবতার চেতনায় উজ্জীবিত বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিতAUTHENTIC FOUNDATIONএর শিক্ষাবৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘শিক্ষাবৃত্তি-২০২২’ গত ১৪ মে ২০২২ ইংরেজী,রোজ শনিবার ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন-‘আর কে টাওয়ার’ ভবনে অবস্থিত ‘AUTHENTIC’-এর স্কুল পর্যায়ের শাখা-‘AUTHENTIC SCHOOL COACHING’ এ সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
এতে ফটিকছড়ির বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা,ইংরেজি,গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। AUTHENTIC FOUNDATIONএর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।এতেAUTHENTIC FOUNDATIONএর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুন্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইংরেজী বিভাগের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ নুরুল সাব্বির,আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার ইসতিয়াক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাকিব মোহাম্মদ নুরুল সম্রাট ,মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নুশরাত সুলতানা, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফাহিমা ইসরাতুন নেছা ইমি, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ উদ্দিন , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর সায়েম ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউল হাসান এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী লাইজু বিবি।এতে আরও উপস্থিত ছিলেনAUTHENTIC FOUNDATIONএর সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম,মোহাম্মদ হাসান,মোহাম্মদ রেজাউল করিম ,সঞ্জয় বড়ুয়াসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শিক্ষাবৃত্তি-১৯’ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবংAUTHENTIC FOUNDATIONএর সদস্য জয়িতা নাথ মিতুল,নাইমা আকতার এবং মাহামুদা সুলতানা হেপ্পা।তাঁরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন এবং বিভিন্ন উৎসাহমূলক দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরতAUTHENTIC FOUNDATIONএর সক্রিয় সদস্য- সায়মা সুলতানা, সুলতানা খানম,জোসনা আকতার,জান্নাতুত তাহেরাসহ আরো অনেকে।উল্লেখ্য,অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে তিন বিভাগ(বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ)হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের বেতন,বই-পত্র,প্রাইভেট
-টিউশন ইত্যাদির খরচAUTHENTIC FOUNDATIONবহন করবে এবং তাঁরা সম্পূর্ণ বিনা খরচে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পাবেন।

Authentic Foundation



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা