বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

বেষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মের মিলনমেলা অনুষ্ঠিত,

চ্যানেল মানবাধিকার 24 প্রতিবেদক:-আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা সংগঠন বেষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি)’র মিলনমেলা-২০২২ নগরীর জিইসি মোড়স্থ ক্যাপসিকাম এরাবিয়ান হাউসে অদ্য ১০ জুন ২২ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। বেষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি)’র এডমিন রোকসানা রলি’র সভাপতিত্বে ও এডমিন নিপু হাসানের সঞ্চালনায় মিলনমেলায় ঢাকা, ল²ীপুর, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা হতে অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আয়োজনে টাইটেল ও কো-স্পন্সর ছিল রিযিক, শাহরিয়ার এন্টারপ্রাইজ ও এস কে আর ট্রাভেল সলিউশন, ফুড স্পন্সর ছিল নিলাস কিচেন, ফাইকা কালেকশন, কেক স্পন্সর রিযিক, কেক স্টক বাই এনএন, গিফট স্পন্সর ড্রে-ড্রিম, বেলে নিগারস কুইজিং, আমিনাস ড্রিম ওয়ার্ল্ড, মেহেদী স্পন্সর ইব্রাহিম সাগর, ফটোগ্রাফার স্পন্সর বাবুজি ফটোগ্রাফী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবকাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইউসুফ, সেভয় আইসক্রীম এর পরিবেশক জাহিদ হোসেন, সাগর মোটরস এর স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা সুনীল কান্তি, ক্যাপসিকাম এরাবিয়ান হাউসের স্বত্বাধিকারী অহিদ চৌধুরী মুক্তি।

এতে বক্তব্য রাখেন মডারেটর এড. রোমেলা আরেফিনা, মাহা মোস্তফা দেওয়ান, উম্মে হাবিবা আশীন, জ্যোতি সাহা শশী, সাফায়েত হোসেন আলভী, পারেল আহমেদ, এমপি মিরাজ, রাকিবুল হাসান রোহান, মোহাম্মদ উল্লাহ সাকিল। অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে বক্তব্য রাখেন, খোরশেদা বেগম, সাহিন আক্তার, আলিফা তাজবীদ, ফারহানা আকবর, সেলিনা আক্তার খানম, নাজমা আক্তার, সুমাইয়া ইসলাম, আইনুল সালাম, এম.এস দেলোয়ার জাহান, জয়জিত নাথ, নিলা, সুরাইয়া আফরিন খান, উৎপল কান্তি বড়–য়া, শামীমা নুসরাত, তানিকা, শাহমিনা নাছিরন, জাহিদা সুলতানা, সুলতানা নার্গিস, ফেরদৌস আরা, আবদুল্লাহ আল সাফরিন, লুবনা বিথী আহমেদ, মাশিদিয়া লুবনা আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এড. জাফর হায়দার বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে অনলাইনভিত্তিক কেনা-কাটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা সময় ও পরিশ্রম সাশ্রয়ের লক্ষ্যে ক্রেতাগণ অনলাইনের উপর ঝুকে পড়েছে। উদ্যোক্তাদের প্রতি তিনি বলেন, এই জনপ্রিয়তা ধরে রাখার লক্ষ্যে আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। সভাপতির বক্তব্যে এডমিন রোকসানা রলি বলেন, শক্তিশালী মার্কেট হিসেবে বিইসিপি উদ্যোক্তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এর পরিধি সম্প্রসারণে উদ্যোক্তাগণ উদ্যোগী হবেন। এডমিন নিপু হাসান বলেন, বিইসিপি উদ্যোক্তাদের সেলকোড শিথীল করা হয়েছে। এখন থেকে সকল উদ্যোক্তাগণ সহজে বিইসিপি মার্কেটে কেনাকাটা করতে সক্ষম হবেন। অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাগণকে বিইসিপি এডমিন প্যানেল বাণিজ্য মেলায় সেভয় আইসক্রম গিফ্টকার্ড প্রদান করেন। পরিশেষে বিইসিপি পরিচালনা পরিষদ ঘোষণা করেন ফ্রি প্রশিক্ষণ, পণ্য প্রদর্শনী ও বর্ণাঢ্য আয়োজনে ২ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা