বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক) মীরসরাইতে শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

গত ২২ মার্চ ২০২৪খ্রি. শুক্রবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মীরসরাই উপজেলা সংসদ আওতাধীন ১৪, ১৫ ও ১৬নং ইউনিয়ন সংসদ (২০২৪-২০২৬খ্রি.) এর শুভ অভিষেক অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে মীরসরাই বড় দারোগাহাট জাফরাবাদ সর্বজনীন মাতৃ মন্দিরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পার্থ সারথি পূজা, সম্মিলিত গীতাপাঠ, অতিথিবৃন্দের আসন গ্রহণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা ওনৈতিক শিক্ষা প্রচার প্রসারে বাগীশিক ভূমিকা শীর্ষ আলোচনা। অনুপ ধর বুলবুল এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সঞ্জীব কুমার সাহা, আশীর্বাদক ছিলেন শুভাশীষ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন শংকর কুমার সাহা, প্রধান বক্তা ছিলেন শিবু কুমার দাশ, সংবর্ধেয় অতিথি প্রিয়তোষ নাথ, খোকন কান্তি ধর, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সুজনানন্দ ব্রহ্মচারী, স্বাগত বক্তব্য রাখেন রাজীব কর্মকার। শপথ বাক্য পাঠ করান উৎপল কুমার দে। নয়ন কান্তি নাথ ও সৌরভ দেবনাথ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এলভিন সাহা, মিহির কান্তি নাথ, রতন দাশ, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, বিপ্লব পাল চৌধুরী, নিকু শীল, অনিল চন্দ্র নাথ, উজ্জ্বল ভৌমিক, বাসু চৌধুরী, উজ্জ্বল চন্দ্র নাথ, মানিক চক্রবর্তী, উজ্জ্বল কুমার দে, গোপী কুমার দাশ, বিজল কান্তি নাথ, রিপন দাশ সবুজ সেন, ডা. শ্রী দীপক নাথ প্রমূখ। নিতাই দাস, বিকাশ সাহা ও কৃষ্ণ দাশ এর তত্ত্ববাধানে আরো উপস্থিত ছিলেন ১৪, ১৫, ১৬নং ইউনিয়ন সংসদের উপদেষ্টা বিশ্বজিৎ পাল, রতন পাল, ইন্দ্রজিৎ পাল (রুবেল), দুর্লভ বিশ্বাস, বাবুল শীল, মতিলাল দে, রতন কান্তি ধর, খোকন কান্তি ধর, বাবুল চন্দ্র দাশ, আশুতোষ শর্মা, ননী কুমার দাশ, সঞ্জীব সাহা টিটু, অরুপ কুমার ধর, বুলবুল ঘোষ, উত্তম সাহা, সপ্তম চৌধুরী, পরেশ চন্দ্র নাথ, দীপক কান্তি নাথ, বাবুল চন্দ্র নাথ, পৃষ্ঠপোষক শংকর কুমার সাহা, শংকর রায়, প্রণব চৌধুরী, সুবল সাহা, জহরলাল দে, বিশ্বজিৎ দাস, রতন কৃষ্ণ দাস, অভিজিৎ ধর বাপ্পী, ডা. অসীম সাহা, কালাচাঁদ পাল, বিকাশ পাল, অজিত নাথ, অলকেশ পাল, অসীম রক্ষিত, নবারুন চৌধুরী, অশোক কুমার দে, বাপ্পী চক্রবর্তী, বিপ্লব সাহা, কমল ধর, ডা. তপন কান্তি নাথ, মনোতোষ নাথ, শেপাল চন্দ্র নাথ প্রমূখ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা