বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিলে ২২ চৈত্র ওরশ শরীফের প্রস্তুতি ও ইফতার মাহফিল সম্পন্ন

আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় আসন্ন ২২ চৈত্র, গাউসুল আযম বিল বেরাসত হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ)’র বার্ষিক ওরশ শরীফ এর প্রস্তুতি সভা, ইফতার ও মিলাদ মাহফিল গত ২২ মার্চ ২০২৪ইং শুক্রবার বাদে আসর শোকর এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি ফটিকছড়ি- খ জোনের সাংগঠনিক সমন্বয়ক জনাব মাস্টার মোহাম্মদ দিদারুল আলম ও জনাব মাস্টার আহমদ হোসেন।এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দঃ) ও মাইজভান্ডারী কালাম পরিবেশনার পর স্বাগত বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাস আল কাইমা শাখার সাবেক সভাপতি জনাব ওমর ফারুক। পরবর্তীতে সমন্বয়কগন ওরশ শরীফের নির্দেশনা প্রদান করেন ও কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনা মোতাবেক সকলকে ওরশ শরীফের দাওয়াত প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুগে যুগে আল্লাহর অলিগন মানুষের আত্বা পরিশুদ্ধির পন্থা প্রদান করেছেন। মাইজভান্ডারী ত্বরিকার মূল হচ্ছে খোদার প্রেমে বান্দাকে প্রজ্জ্বলিত করা। আর এই প্রেমের শিক্ষা দীক্ষার জন্যে ত্বরিকত অনুসারিদের একজন উপযুক্ত গুরুর সান্নিধ্যে যাওয়ার বিকল্প নেই। রোজার সংযম ও পবিত্রতা মাইজভান্ডারী ত্বরিকার প্রকৃত অনুসারিদের দৈনন্দিন বিধান। এই বিধানকে কেন্দ্র করে আওলাদে রাসূল (দঃ), রাহবারে আলম, মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (মঃ) সর্বাবস্থায় মানুষের হক আদায়ের ও মানবতা সম্পন্ন মানুষ হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিল ও জ্যোতি ফোরাম এর বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রাতে জিকির এ সেমা মাহফিল পরিবেশন করেন সংগঠনের সদস্য গোলাম মওলা রনি, জাহেদ জিলান, রুহুল আমিন সাগর।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা