বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এম.পি আলহাজ্ব আবদুচ ছালাম মানবপ্রেমই মুলত স্রষ্টা প্রেম , সুফিবাদ মানুষকে বিভেদমুক্ত ঐশী বন্ধনে আবদ্ধ করে– আমেরিকার বোস্টনে মুক্ত আলোচনায় হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আল্লামা সৈয়্যদ মোহাম্মদ নুরুল মুনাওয়ার (র.)’র বার্ষিক ওরশ শরীফে আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী’র আগমন ফটিকছড়ির হাইদচকিয়া স্কুলে প্রাক্তনদের মিলন মেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ
নোটিশ :

শ্রী শ্রী গৌর গিরিধারী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ আগামী ১৭ মার্চ

চট্টলার বৈষ্ণবকূল শিরমনি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীল ১০৮ মাধবানন্দ দাস বাবাজী মোহন্ত মহারাজের পুষ্প সমাধি তীর্থ এবং পরস্পরা দক্ষিণ রাঙ্গামাটিয়া শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী শ্রীল ১০৮ গৌরদাস বাবাজী গোপীনাথ সাধু) এর ২য় বাৎসরিক বিরহ দিবসী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরে আগামী ১৭ মার্চ ২০২৪খ্রি. রবিবার অনুষ্ঠিত হবে। পূর্ব নাথপাড়া সমাজ কল্যাণ সমিতি, তৎপুত্র ও শিষ্যবর্গগণ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ১৭ই মার্চ রবিবার ঊষাকীর্তন, মঙ্গল আরতী, চারণ শীতল ও গুরুদেবের বাল্যভোগ, মহানামযজ্ঞের শুভ অধিবাস, পৌরহিত্য করবেন অধ্যক্ষ শ্রী শ্রীল ১০৮ কৃষ্ণদাস মোহন্ত বাবাজী মহারাজ, অধিবাস কীর্তন পরিবেশনায়: শ্রী শ্রীল ১০৮ স্বরুপ দাস বাবাজী, শ্রী নরোত্তম দাস, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন। ১৮ মার্চ সোমবার মধুময় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ভ, গোবিন্দের পূজা ও রাজভোগ নিবেদন, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শন, পরিবেশনায় শ্রী শ্রী রাম সুন্দর সম্প্রদায়, সীতাকুন্ড, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন, ১৯ মার্চ মঙ্গলবার ঊষালগ্নে শ্রী শ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও কীর্ত্তণ সহকারে নগর পরিক্রমা। নামসুধা পরিবেশনায়: শ্রীশ্রী প্রভূ দয়াল কৃষ্ণ সম্প্রদায়, খুলনা, শ্রী শ্রী রাম সুন্দর সম্প্রদায়, সীতাকুন্ড, শ্রী শ্রী জয় মহাপ্রভু সম্প্রদায়, পটিয়া, শ্রী শ্রী শিবধাম সম্প্রদায়, লোহাগাড়া। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণা জানিয়েছেন শ্রীযুত সাধন কান্তি নাথ, শ্রীযুত নারায়ণ কান্তি নাথ ও শিষ্যবর্গগণ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা