বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

বেস্ট ই-কমার্স প্লাটফর্মের ২দিনব্যাপি ঈদ মেলার আয়োজন,

চ্যানেল মানবাধিকার24বুলেটিন
অনলাইন ভিত্তিক চট্টগ্রাম বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম ২ দিনব্যাপি ঈদ মেলার আয়োজন করা হয়। গতকাল ৪ মার্চ শুক্রবার চট্টগ্রাম বিকালে চট্টগ্রাম বিটিভি’র বিপরীতে মেঘা হলে উদ্বোধনের মাধ্যমে শুরু হয় এই মেলার। কাপড়, ফুড আইটেম, আচার, হোমমেড সহ বিভিন্ন আইটেমের ৩৭টি স্টল রয়েছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা এড. মো. জাফর হায়দার, উপদেষ্টা ইউসুফ, এডমিন তানিয়া ইসলাম, রোকসানার রলি, নিপু হাসান, মডারেটর মাহি রোহান পারেল, হামিদা, লোপা, নিকিতা প্রমুখ। প্রধান উপদেষ্টা মো. জাফর হায়দার বলেন, বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বেস্ট ই-কমার্স প্ল্যাটফম। ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে এই বেস্ট ই-কমার্স প্ল্যাটফম ঈদ মেলার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সমন্বিত প্রক্রিয়ায় মেলার সার্বিক কার্যক্রমে সাফল্য কামনা করেন। তিনি আরো বলেন, সমাজের কম ভাগ্যবানদের একটু সুখের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য ভাগ্যবানদের কাজ করতে হবে। এটা বিধাতার প্রদত্ত দায়িত্ব, একজন প্রকৃত মানুষের এই দায়িত্ব এড়ানোর কোন সুযোগ নেই। বর্তমান প্রজন্মকে পশ্চিমা সংস্কৃতি পরিহার করে দেশীয় পণ্য ব্যবহার ও গ্রহণের জন্য এই ঈদ মেলার আয়োজন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা