রবিবার, ০৫ মে ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

বক্তপুরে স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম ২০৫৭ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত,

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেসরকারী ফলাফলে বক্তপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ফারুক উল আজম।
২০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ফারুক উল আজম পেয়েছেন ২হাজার ৫৭ ভোট।
নিকটতম প্রতিদ্বন্ধী আওয়মীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সোলেমান বি,কম পেয়েছেন ১ হাজার ৭শত ৮৪ ভোট।বিজয়ী হয়ে ফারুক উল আজম বলেন,এ জয় বক্তপুরবাসীর,এ জয় সর্বস্তরের জনগনের। আমি এ জয় আমার বক্তপুরবাসীকে উৎসর্গ করলাম।উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের একদিন আগে চেয়ারম্যান পদে ভোট গ্রহন স্থগিত করেন হাইকোর্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছ, ২০২১ সালে বখতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী সোলাইমান, স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম ও মো. রফিকুল ইসলাম মনোনয়ন জমাদেন। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাচাই কালে রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঋন খেলাপির কারণে ফারুক উল আজম’র মনোনয়ন বাতিল করেন। ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন রফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন। যাচাই বাচাইয়ে ফারুক উল আজমের মনোনয়ন বাতিল হয়। এতে আওযামীলীগ প্রার্থী সোলাইমান বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হবার সুযোগ হলেও ফারুকুল আজম মহামান্য হাইকোর্টে রীট পিটিশন নং ৯৫৪১/২০২১ দাখিল করলে মহামান্য হাইকোর্ট তার প্রার্থীতা বহাল রাখেন। একি সাথে তাকে প্রতীক বরাদ্ধ দিয়ে নির্বাচনে অংশ নিতে সকল বিষয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে অপর প্রার্থী সোলাইমান (বর্তমান চেয়ারম্যান) আপিল করেন। আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। সঙ্গে ইউপি নির্বাচনের গেজেট জারিও স্থগিত করে দেন। পরে আপিল বিভাগ গত বছেরের ৬ মার্চ রুলটি নিষ্পত্তির জন্য হাইকোর্টে পাঠিয়ে দেন। সেই ধারাবাহিকতায় গত বছরের ১৭ নভেম্বর চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে ফারুক উল আজমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণের নির্দেশ দেন।
এই রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, অন্যান্য নির্বাচনে নমিনেশন পেপারের সঙ্গে ৭টি তথ্য সম্বলিত হলফনামা দেওয়ার বিধান আছে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা দেওয়া হয় না। যদিও ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬(৩) এ হলফনামা দেওয়ার কথ বলা হয়েছে। কিন্তু ২০১০ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিতে শুধুমাত্র প্রত্যায়নপত্র দেওয়ার কথা বলা হয়েছে। হলফনামা দেওয়ার কথা নেই।হাইকোর্ট বলেছেন, যেহেতু বিধিমালার ওপরে আইন প্রাধান্য পাবে সে কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্ষেত্রেও প্রার্থীদের হলফনামা দাখিল করতে হবে। এরপর থেকে সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদা ফরমে হলফনামার তথ্য দাখিল করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণের নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশের ভিত্তিতে ২০ মার্চ ভোট গ্রহণ অনুষ্টিত হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা