বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

ফটিকছড়িতে হকভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে বাইক র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত।

চ্যানেল মানবাধিকার 24প্রতিবেদক:-
আসন্ন মহান ১০পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(কঃ)এর ৯৪তম খোশরোজ শরীফ ও ঐতিহাসিক জসনে জুলুছের প্রচার উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (খ) জোনের উদ্যোগে মোটর বাইক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত মোটর র‍্যালীটির মাধ্যমে ১৭ টি শাখা কমিটির কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কর্মকর্তা ও সদস্যদের জসনে জুলুছের দাওয়াত প্রদান করা হয় এবং শোকর এ মওলা মনজিলে উপস্থিত সকলকে নিয়ে জুলুস এর দিক নির্দেশনামূলক একটি পথসভা অনুষ্ঠিত হয়। এস এম গোফরান উদ্দীনের সঞালনায় সেই সময় বক্তব্য রাখেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, মাইজভান্ডারি গবেষক জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারি, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্য জনাব আবুল হাশেম ফকির, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (খ) জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার মোঃ দিদারুল আলম, আলী নেওয়াজ, নুরুল হুদা, মোঃ আলমগীর, মোঃ দেলোয়ার, হাজী রমজান আলী, মাষ্টার মোঃ ইলিয়াস, আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিলের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন সহ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা