মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

আগে দূর্গাপুজা পালন করতে ভয় পেলেও এখন তা না থাকায় মণ্ডপের সংখ্যা বেড়েছে- চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব

দিনভর নানা আচার পালনের মধ্যে দিয়ে সূর্যগিরি আশ্রম সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পালন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহানবমী।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর আর রাম বধ করেছিলেন রাবণকে। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরের দিন কেবল বিসর্জনের পর্ব।
নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। নবমী রাতে তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে। কারণ পরদিন দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে।
মহানবমীর রাতে সূর্যগিরি আশ্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। এসময় তিনি বলেন- আগে দূর্গাপুজা পালন করতে ভয় পেলেও এখন তা না থাকায় ফটিকছড়িতে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি এক দৃষ্টান্ত। ফটিকছড়িতে দূর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য উপজেলা পরিষদ এবং প্রশাসন সজাগ ছিল। আমরা আশা করি হিন্দু এবং অন্যান্য ধর্মালম্বীরা আগামিতে নির্ভয়ে নৌকায় ভোট দিবেন। এসময় তিনি সূর্যগিরি আশ্রমের জন্য ১লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
পূজায় প্রধান আলোচক ছিলেন- সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকা প্রবাসী মো.আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন- আমাদের দেশে প্রতিটি ধর্মের মানুষের মধ্যে একে অপরের প্রতি যে সম্প্রতির বন্ধন, যে শান্তি এটি কোথাও পাওয়া যাবেনা। আমি সব জায়গায় একটাই কথা বলি- আমার জাতির কোন শিশু শিক্ষার বাইরে থাকবে না। সূর্যগিরি আশ্রম শিক্ষা নিয়ে কাজ করে এজন্য আজকের পূজোর আনন্দে এ আশ্রমের ১০জন শিক্ষার্থীকে আমি শিক্ষা বৃত্তি (নগদ অর্থ) প্রদান করছি।
ডা. বরুণ আচার্য বলাইয়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, মাষ্টার রতন চৌধুরী, ইঞ্জি.গোলাম নওশের, রতন কুমার, অর্চনা রাণী আচার্য, তরুণ কুমার আচার্য, কৃষ্ণকলি আচার্য, অরুণা আচার্য প্রমুখ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা