শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ বাবা ভান্ডারীর ওরশ শরীফের আখেরি মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ উদযাপন,
নোটিশ :

হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর ওরশ শরীফ উপলক্ষে হারুয়ালছড়ির পাটিয়ালছড়ি জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

গত ২০-০১-২০২৩ ইং, শুক্রবার আশেকানে হক ভান্ডারী শোকর-এ মওলা মনজিল উদ্যোগে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ প্রদত্ত নির্দেশনা মোতাবেক মহান ১০ মাঘ বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র ও বিশ্ব সমাদৃত মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক, ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক)’র ১১৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে স্থানীয় পাটিয়ালছড়ি জামে মসজিদে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদে নববী ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। উক্ত মহতি আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সিনিয়র সদস্য, রিসালাতুন নাজাত গ্রন্থের প্রণেতা জনাব মুহাস্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী (মঃজিঃআঃ)। প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন – গাউসুল আজম মাইজভান্ডারী মাইজভান্ডারী (কঃ) এই বাংলার জমিনে মাইজভান্ডারী ত্বরিকা প্রবর্তনের মাধ্যমে উসুলে সাবআ (সপ্ত কর্মপদ্ধতি) প্রদান করেছেন। যা অনুশীলনের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা যায়। মূলত উসুলে সাবআ কোরআনের নির্যাস তথা ইসলামের মৌলিকত্ব। আলোচনা পরবর্তী মিলাদে নববী ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ পাঠ করেন আশেকানে হক ভান্ডারী শোকর-এ মওলা মনজিল এর সভাপতি জনাব সৈয়দ শফিউল আজিম সুমন। প্রধান অতিথি মহোদয় আখেরী মোনাজাত পরিচালনা করেন।এতে উপস্থিত ছিলেন আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিলের কর্মকর্তা ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ গোফরান উদ্দীন, মুহাম্মদ নাসির উদ্দীন, জাহেদ কোম্পানী, কামরুল ইসলাম চৌধুরী রাফি, জয়নুল আবেদীন তাওরাত,মুহাম্মদ নেজাম উদ্দীন, মুহাম্মদ আলী আকবর, আবু নোমান মুহাম্মদ মাসুম,মুহাম্মদ রিয়াদ সহ স্থানীয় মুরব্বি ও উপস্থিত মুসল্লীবৃন্দ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা