রবিবার, ১২ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর খোশরোজ শরীফ উপলক্ষে নাজিরহাটে আলোচনা সভা ও কম্বল বিতরণ

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৫ তম মহান খোশরোজ শরীফ মহান ১০ পৌষ উপলক্ষে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া খতমে কোরআন শরীফ,খতম গাউছিয়া শরীফ,অসহয় গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়।
২৫ ডিসেম্বর সোমবার ফটিকছড়ি নাজিরহাট গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী।
আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দের সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.)’র ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের।
আলোচক ছিলেন,উম্মুল আশেক্বীন মা মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ মওলানা আবুল কালাম।
মাষ্টার মোহাম্মদ আজিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি ছিলেন,নাজিরহাট আদর্শ ব্যবসায়ীর সমিতির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী,কাউন্সিলর মোস্তাফা কামাল,কাউন্সিলর মোহাম্মদ ওসমান গণি,সমন্বয়কারক মোহাম্মদ আলম, আনিস উদ্দিন সোহেল,মোহাম্মদ আইয়ুব।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,মওলানা মোহাস্মদ ইউনুচ,মোহাম্মদ আলি নেওয়াজ,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ হারুন,মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ নুরুল আবছার,মোহাম্মদ নাজিম উদ্দিন,আলি আকবর,মোহাম্মদ মানিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন,আল্লাহর অলিগণের শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণ করা। সে ধারাবাহিকতায় মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) মানব কল্যাণের দৃষ্টান্ত রাখছেন। তাঁর নির্দেশনায় আশেক ভক্তবৃন্দও এ কাজ করছে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা