বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

সুয়াবিলে হযরত দুদু ফকির রহ এর ওরশ শরীফ সম্পন্ন,

সুয়াবিলে হযরত দুদু ফকির রহ এর ওরশ শরীফ সম্পন্ন,,

অদ্য১৮-০২-২০২৩ইংরেজী শনিবার ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বৈদ্যরহাটের পূর্ব পাশে হযরত দুদু ফকির রহ ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী(দ) ও মহান অলিয়ে কামেল হযরত দুদু ফকির(শাম ফকির) এর বার্ষিক ওরশ শরীফ ও আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত মহতি ওরশ শরীফের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট গবেষক ও লেখক মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য রিসালাতুন নাজাত গ্রন্থের রচয়িতা জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী, এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সুয়াবিল ইউনিয়ন যুব লীগের সভাপতি সুমন শিকদার, এতে ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ছোবহানিয়া জামে মসজিদের খতিব ও ষোলশহর জামেয়া আহমদিয়া মাদ্রাসার কৃতিশিক্ষার্থী মাওলানা হাছান উদ্দীন আলকাদেরী,এই সময় উপস্থিত ছিলেন হযরত দুদু ফকির রহ ওরশ পরিচালনা কমিটির পরিচালক মোঃ আলম,আশেকানে হকভান্ডারী শোকর এ মওলা মনজিল ও জ্যোতি ফোরাম এর কর্মকর্তা সদস্যদের মধ্যে জয়নুল আবেদীন তাওরাত,শওকত, নাছির,হারুন, টনি,ইন্জিনিয়ার ইব্রাহিম,কামরুল ইসলাম চৌধুরী রাফি,সাংবাদিক সাইফুল্লাহ,সাংবাদিক নেজাম, আলী আকবর, সহ অসংখ্য আশেকানে মোস্তফা(দ) ও আশেকানে হকভান্ডারী(ক)ও এলাকার জনসাধারণ বৃন্দ প্রমূখ।অত্র আলোচনা সভার সম্মানিত সভাপতি তার বক্তব্যে পবিত্র মিরাজুন্নবী(দ) ও মাইজভান্ডারী দর্শনের গুরুত্বপূর্ণ দিক আলোচনার মাধ্যমে তুলে ধরেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা