সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

শ্রীশ্রী মধুসূদন গীতা সংঘ পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী মধুসূদন গীতা সংঘের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

দোল পূর্নিমার পূণ্য তিথিতে মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবসে প্রতি বছরের ন্যায় শ্রীশ্রী মধুসূদন গীতা সংঘের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়েছে। আধার আকর্ণ বিশ্বে জীবের ত্রাণকর্তা, আলোর পথের দিশারী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত অমিয় বাণী “শ্রীমদ্ভগবদ্গীতা” মানব জীবনকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালনা করে। কাম, ক্রোধ, লোভ, মোহ ও হিংসা পরিহার করে প্রেম ও ভক্তির মাধ্যমে সনাতনী সমাজের প্রতিটি স্তরে গীতার অমিয় বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে “শ্রীশ্রী মধুসূদন গীতা সংঘ” নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ২৯ মার্চ ২০২৪খ্রি. শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, শ্রীমদ্ভগবদগীতাপাঠ পরিবেশন করেন প্রদর্শন দেবনাথ, শ্রীশ্রী মধুসূদন ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা ও ভোগ নিবেদন পৌরহিত্য করেন বিপুল চক্রবর্তী ও দিলীপ চক্রবর্তী এবং সহযোগিতায় প্রকাশ দাশগুপ্ত (টুটুল), আনন্দবাজার অন্নপ্রসাদ আস্বাদন, শ্রীশ্রী মধুসূদন গীতা সংঘের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমবেত গীতাপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় তুর্জয় দাশ, অনিমেষ কর (রানা), শিমুল দে ও জুয়েল দাশ, ধর্মীয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বেতার ও টিভি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গীতাঞ্জলী পরিচালনায় অনুপ দে (অপূর্ব) ও ইমন ভট্টাচার্য। অঞ্জন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। ধর্মীয় বক্তা ছিলেন গবেষক ও সমাজ চিন্তাবিদ বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগোপাল চৌধুরী, বাবুল দেব রায়, পান্টু লাল সাহা, প্রবীর চক্রবর্ত্তী, লায়ন ডা. রতন চন্দ্র ভৌমিক, অলকেশ দাশ (অপু), বিশ্বজিৎ পাল, (বিশু)। স্বাগত বক্তব্য রাখেন সঞ্জয় সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিপ্লব গুপ্ত, রাজীব দত্ত, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। এতে উপস্থিত ছিলেন অঞ্জন দে, লিটন পাটোয়ারী, সঞ্জয় সরকার, পান্টু লালা সাহা, অনুপ দে, কাঞ্চন চৌধুরী।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা