বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এম.পি আলহাজ্ব আবদুচ ছালাম মানবপ্রেমই মুলত স্রষ্টা প্রেম , সুফিবাদ মানুষকে বিভেদমুক্ত ঐশী বন্ধনে আবদ্ধ করে– আমেরিকার বোস্টনে মুক্ত আলোচনায় হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আল্লামা সৈয়্যদ মোহাম্মদ নুরুল মুনাওয়ার (র.)’র বার্ষিক ওরশ শরীফে আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী’র আগমন ফটিকছড়ির হাইদচকিয়া স্কুলে প্রাক্তনদের মিলন মেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ
নোটিশ :

লাখো ভক্তের আমিন আমিন ধ্বনিতে মুখরিত আখেরী মোনাজাতের মাধ্যমে ১০ মাঘের ওরশ সম্পন্ন

পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত অলি-এ-কামেল, মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ এবং মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হজরত সাহেব কেবলার ১১৮তম বার্ষিক ওরশ মোবারকের প্রধান দিবস (১০ মাঘ) আজ ২৪ জানুয়ারী, বুধবার মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। শতবৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও এই মহান অলীর ওফাত দিবসের স্মরণে ১০ মাঘ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, বার্মা, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বহু দেশ হতে আগত লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত আশেকদের উদ্দেশ্যে গাউসুলআজম মাইজভাণ্ডারীর একমাত্র পৌত্র ওয়ারিশ ও স্থলাভিসিক্ত সাজ্জাদানশীন অছি-এ-গাউসুলআজম হজরত শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী আলহাজ্ব ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সংমিশ্রনে উদ্ভাবিত অসাম্প্রদায়িক আধ্যাতিকতা, সাম্য ও সৌহার্দমণ্ডিত মাইজভান্ডারী তরিকার অন্তর্নিহিত নির্যাস বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারে।” তিনি মহান ১০ মাঘের ওরশে আগত আশেক- ভক্তদের নিয়ে দেশ, জাতি ও বিশ্বশান্তির জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মোন্তাজেম ও ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারীর সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়িক খালেদ হোসেন খান মাসুক, আঞ্জুমানের যুগ্ম-সচিব নুরুল আলম চৌধুরী প্রমুখ। এর আগে দিনব্যাপী কোরআন খানি, তাওলদে গাউছিয়া, মিলাদ নবী (দ.) বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয়। বাদ মাগরিব থেকে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে শানে বেলায়ত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তকরির পেশ করেন আলামা ফরিদুল আলম রেজভী (ম.) ও আল্লামা আহমদুল হক মাইজভাণ্ডারী (ম.)। মুনাজাত পরিচালনা করেন মাজার শরীফের খাদেম মাওলানা আবু জাফর মুহাম্মদ এনাম, মাহফিল পরিচালনায়-মুহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম ও মুহাম্মদ সাকেরুল ইসলাম তারেক।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা