রবিবার, ১২ মে ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রমে দুস্থসেবা কার্যক্রম-২০২৩ এ বক্তারা সমাজের অসচ্ছল মানুষের সেবা করাই মওলা হুজুর মাইজভাণ্ডারীর শিক্ষা

বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী কেবলা কাবার আসন্ন ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, হযরত জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী কেবলা কাবার স্মরণে আলোচনা সভা ও মওলা হুজুর হযরত সৈয়দ হাসান (ম.) কেবলা কাবার সূর্যগিরি আশ্রমে আগমন স্মরণে ও সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার শীতবস্ত্র বিতরণ, চিকিৎসার জন্য নগদ অর্থ, বিবাহের জন্য নগদ অর্থ, শিক্ষাবৃত্তি, ব্যবসার জন্য অর্থ প্রদান ও চলমান প্রক্রিয়ায় দুস্থসেবা কার্যক্রম ২০২৩ দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী এবং হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্ট, আপনাদের নিজ নিজ এলাকার অসচ্ছল, দুস্থ লোকদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে সেবা করার জন্য বলেছেন। বক্তারা এই বাণীর আলোকে বলেন, জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা তিন যুগের অধিক সময় ধরে দরিদ্র বিমোচনে সেসব কাজ দুস্থসেবা কার্যক্রম করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সমাজ বিনির্মাণে এলাকার অসচ্ছল মানুষের সেবা মাওলা হুজুর হযরত সৈয়দ হাসান (ম.) কেবলা কাবার দীক্ষা। সংগঠনের সাবেক সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী। প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন। অতিথি ছিলেন এইচজেডএম ট্রাস্টের ফটিকছড়ি (ক) জোনের সাংগঠনিক সম্পাদক মাস্টার কবির আহমদ, মুহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ জাবের সরোয়ার, মাওলানা আবু শাহাদাত সায়েম সুমন, মো. মাসুদ, মো. সাজ্জাদ, মো. নিজাম উদ্দিন। আরও বক্তব্য রাখেন বিজন শীল, হাফেজ সাজামুন সাকিব, লায়ন বরুণ কুমার আচার্য বলাই, রুবেল শীল, সমীর দাশ, ডা. উজ্জ্বল, অভিবসু মল্লিক, টিংকু দাশ, শিপ্রা বসু মল্লিম, রুনা দাশ, কাশ্মিরী দাশ, সুমি চৌধুরী, সোমা গুহ, অর্চনা রানী আচার্য, মৃদুল দে, অনুপম তালুকদার, বিষু চৌধুরী, দীপ আচার্য, অগ্নিশিখা, প্রিন্স দাশ, শিবু ভট্টাচার্য, কুমার রতন, কলিন্স দাশ,মানিক বড়ুয়া, আবু বড়ুয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ৭০ জনকে শীতবস্ত্র বিতরণ, ১০০ জনকে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা