সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

মহাতীর্থ মন্দাকিনী স্নান, শিব ও গঙ্গা পূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, কবিগান ও সংগীতাঞ্জলি, ধর্মীয় আলোচনা সভা আগামীকাল

হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ মন্দাকিনী শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে আগামীকাল ৫ ও ৬ এপ্রিল ২০২৪ শুক্রবার ও শনিবার প্রতি বছরের ন্যায় এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সনাতনী সম্প্রদায়ের মহাতীর্থ মন্দাকিনী স্নান, শ্রীশ্রী শিব ও গঙ্গা পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, কবিগান ও সংগীতাঞ্জলি, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও উৎসব অঙ্গণে বসবে গ্রামীণ লোকজ মেলা। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ধর্মীয় সংগীতানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, বিভিন্ন মঠের মহারাজ, ধর্মীয় বক্তা ও রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, সম্মাননা প্রদান, শ্রীশ্রী গঙ্গা পূজা, আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন, কবিগান, মন্দাকিনী স্নান ও তর্পন শুরু, শ্রীশ্রী শিব পূজা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ শুভারম্ভ, বিভিন্ন মঠ ও আশ্রমের মহাত্মা মহারাজবৃন্দ, আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন। ধর্মপ্রাণ সনাতনী নরবারীবৃন্দ এই পূণ্য তিথিতে মন্দাকিনী নদীর পূণ্য জলে স্নান ও প্রয়াত পূর্ব পুরুষের নামে তর্পণ, শিবদর্শন ও শিবস্নানসহ প্রতিটি পর্বে স্বপরিজন, স্ববান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন ও সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা