বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী একাডেমির আজীবন সদস্য মোঃ ওমর ফারুক এর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, হজরত খাজা ওচমান হারুনী ( রাঃ) র ওফাত বার্ষিকী উদযাপিত উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ
নোটিশ :

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজন এ মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণ ও মিলনমেলা -২০২২ অনুষ্ঠিত।

চ্যানেল মানবাধিকার24প্রতিবেদন:-
অদ্য১২নভেম্বর২২চট্রগ্রাম জেলা শিল্প কলা একাডেমি তে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজন এ মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণ ও মিলনমেলা -২০২২ অনুষ্ঠিত।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম পিপিএম প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন এর উপ পরিচালক এম রবিউল ইসলাম ও বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি এর টিম লিডার মোঃ মশিউর রহমান, প্রশিক্ষণ শেষে সনদ বিতরণূী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ জাফর হায়দার, সঞ্চালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এ্যানিমাল সাইন্স ইউনিভার্সিটি এর পরিচালক প্রফেসর ডঃ এ কে এম সাইফুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিপি মোহাম্মদ নজমুল আহসান খান, চট্টগ্রাম প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, বিবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন চৌধুরী, সেবা সায়েন্স অ্যান্ড ইন্সটিটিউট এর চেয়ারম্যান মাকছুদুল হক মামুন,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ও ফটিকছড়ি আওয়ামী লীগ নেতা আবদুল মালেক। বক্তব্য রাখেন সংগঠন এর ভাইচ চেয়ারম্যান নুর উদ্দিন খান সাগর যুগ্ম মহাসচিব হাসেম শাহ দপ্তর সম্পাদক মোস্তফা করিম কাওছার, মহিলা বিষয়ক সম্পাদক সাইকা শামস্ নগর শাখার সহ সভাপতি নাছির উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী সহ প্রমূখ।

★উদ্ভোধন কালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম বলেন, দক্ষ মানবাধিকার কর্মী হওয়ার পূর্বে ভালো মানুষ হতে হবে। প্রকৃত মালুষই কেবল দক্ষ মানবাধিকার কর্মী হতে পারে তৃণমূলে দক্ষ মানবাধিকার কর্মী সৃষ্টির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

★ প্রধান অতিথি বলেন, মানুষই একমাত্র সৃষ্টি জীব যাকে শিক্ষা গ্রহণ করে মনুষ্যত্ব এর বিকাশ ঘটাতে হয়, অন্য জীবের তা প্রয়োজন নেই।

★জেলা জিপি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলকে এক জোটে কাজ করতে হবে।

★বিশেষ অতিথি আলিউর বলেন, মানবাধিকার কর্মীর ইমেজ ও নলেজ থাকতে হবে।

★সভাপতির বক্তব্যে এডভোকেট জাফর হায়দার বলেন, দক্ষ মানবাধিকার কর্মী সৃষ্টির লক্ষ্যে একাধিক কর্মশালার প্রয়োজন, তিনি বলেন দক্ষ মানবাধিকার কর্মী সে হতে পারবে যার জানার এবং শিখার আগ্রহ আছে।

আলোচনা শেষ এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা