সোমবার, ১৩ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এম.পি আলহাজ্ব আবদুচ ছালাম মানবপ্রেমই মুলত স্রষ্টা প্রেম , সুফিবাদ মানুষকে বিভেদমুক্ত ঐশী বন্ধনে আবদ্ধ করে– আমেরিকার বোস্টনে মুক্ত আলোচনায় হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আল্লামা সৈয়্যদ মোহাম্মদ নুরুল মুনাওয়ার (র.)’র বার্ষিক ওরশ শরীফে আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী’র আগমন ফটিকছড়ির হাইদচকিয়া স্কুলে প্রাক্তনদের মিলন মেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ
নোটিশ :

পাইন্দংয়ে হোসাইন মোঃ আবু তৈয়ব এর তরমুজ প্রতিকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত,

গত২৯-১২-২০২৩ইংরেজী শুক্রবার,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারী২০২৪ইংরেজী চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব এর তরমুজ প্রতিকের সমর্থনে পাইন্দং ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ পাইন্দং ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোঃ আবদুল মালেক, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব, প্রধান অতিথি পাইন্দং ইউনিয়ন তথা ফটিকছড়ির উন্নয়নে তার বক্তব্যে বলেন, উপজেলা চেয়ারম্যান এর ক্ষমতা সীমিত হওয়াতে আমি উপজেলা চেয়ারম্যান থাকা কালিন যে হারে উন্নয়ন করেছি,আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আরো ব্যাপক উন্নয়ন পাইন্দং তথা ফটিকছড়িতে করতে পারব, এতে এই সময় উপস্থিত ছিলেন, পাইন্দং ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান শাহ আলম শিকদার,আওয়ামীলীগ নেতা শফিউল আজম বাবুল,পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন কোম্পানি। মেজবাহ উদ্দিন চৌধুরী(টুটুল).পাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী,রফিক মেম্বার,আবদুল মান্নান,মোঃমজাহার,মহিউদ্দিন,জনি চৌধুরী, আক্কাস আলী, যুবলীগ নেতা মোঃ লোকমান,এমরান,প্রবাসী সেলিম,আলাউদ্দীন আলিফ, সুজন,সহ অসংখ্য নেতাকর্মী ও জনসাধারণ বৃন্দ প্রমূখ,পাইন্দংয়ে তরমুজ প্রতিকের নির্বাচনী গণসংযোগ পাইন্দং ইউনিয়নের প্রখ্যাত অলিয়ে কামেল হযরত মাওলানা শাহসুফি সৈয়দ রহমত উল্লাহ শাহ্ (রহঃ) জামে মসজিদে জুমার নামাজ আদায় ও পবিত্র মাজার শরীফ জেয়ারতের মাধ্যমে শুরু করে-বেড়াজালী,দক্ষিণপাইন্দংবকসুরঘাটা,চামারদীঘি,আমতল,ডলুু-নয়াবাজার,ডলু-মুজিব-আশ্রয়ণ,উত্তর-পাইন্দং-আশ্রয়ণ প্রকল্প,সবুজবাগ,বৃন্দাবনহাট,পেলাগাজীদিঘী,হয়ে ফকিরাচাঁন এসে সমাপ্ত হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা