মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

তুমি আছো বলেই’ বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে লেখক ডা. বরুণ কুমার আচার্য রচিত ‘তুমি আছো বলেই’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মাইজভাণ্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর তনয় শাহজাদায়ে রাহবারে আলম সৈয়দ আহমদ মুনতাজির জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচনকালে বলেন, একজন লেখক বিভিন্ন শৈলীর বিকাশ করেন তাঁর লেখনীর মাধ্যমে। যেটি আমরা বই আকারে পাই। তাই সবচেয়ে ধ্রুবক বন্ধু হচ্ছে বই। বই যত পড়বেন তত বেশি জানতে পারবেন, তত বেশি শিখতে পারবেন। ডা. বরুণ কুমার আচার্যের লেখা ‘তুমি আছো বলেই’ বইটি পরে মনে হয়েছে এর প্রতিটি শব্দাংশ যেন একটি স্ফুলিঙ্গ, যা থেকে সাহিত্যের সাথে মানুষের মননে এক প্রকার সাঁকোর সৃষ্টি করেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আসিফ, মো. মাসুদ প্রমুখ।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা