সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

চরণদ্বীপ দরবারে ইফতার মাহফিল সম্পন্ন

শাহানশাহে বেলায়ত মাওলায়ে কায়েনাত ইমামুল আউলিয়া হযরত মাওলা আলী শেরে খোদা মুশকিল কোশা (ক.) এঁর ওরছ মোবারক ও ইউসূফে সানী জামালে মোস্তফা হযরত গোলামুর রহমান মাইজভান্ডারি (র.) এঁর বেছাল বার্ষিকী ওরছ শরিফ উপলক্ষে গত ২১শে রমাদান, ১লা এপ্রিল, সোমবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে ইফতার ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। এতে ছদারত ও মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। এতে নসিহতমূলক তকরির পেশ করেন বিশিষ্ট আলেম-এ দ্বীন হযরতুল আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরি, হযরতুলহাজ্ব আল্লামা গোলাম মুহাম্মদ শায়েস্তা খান আজহারী, আল্লামা সালাউদ্দিন তাইফুর। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল মোতালেব, আকতার উদ্দিন তালুকদার, জিএম বাবর চৌধুরী, কাউখালি উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চোধুরী, হারুনুর রশিদ বাঙ্গালি, জসিম উদ্দিন সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ কামাল উদ্দীন, জসিম উদ্দিন মেম্বার, নজরুল খান, মুহাম্মদ ইকবাল, বাবর উদ্দিন, মফিজ উদ্দিন, মুহাম্মদ আবদুল আজিজসহ চট্টগ্রাম মহানগর, বেতবুনিয়া, আনোয়ারা, সীতাকুণ্ড, মোহরা, পাঠানপাড়া, ফকিরাখালী, উত্তরপাড়া ও হাজীপাড়া শাখার নেতৃবৃন্দ।

এতে বক্তাগন আহলে বাইতে রাসূল (দ.) এর অন্যতম সদস্য মাওলা আলী শেরে খোদা (রদি.) এঁর শান ও আজমতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা