সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এম.পি আলহাজ্ব আবদুচ ছালাম মানবপ্রেমই মুলত স্রষ্টা প্রেম , সুফিবাদ মানুষকে বিভেদমুক্ত ঐশী বন্ধনে আবদ্ধ করে– আমেরিকার বোস্টনে মুক্ত আলোচনায় হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আল্লামা সৈয়্যদ মোহাম্মদ নুরুল মুনাওয়ার (র.)’র বার্ষিক ওরশ শরীফে আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী’র আগমন ফটিকছড়ির হাইদচকিয়া স্কুলে প্রাক্তনদের মিলন মেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ
নোটিশ :

খোশরোজ শরিফে প্রকৌশলী আজিজুল রহমান চৌধুরী হাদিয়া নয় নিজেকে হাদিয়া হয়ে দরবারে আসার আহবান জানিয়েছেন, মওলা হুজুর মাইজভাণ্ডারী

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হিলভিউ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫ তম খোশরোজ শরিফ উদযাপন উপলে বাবাজানের জীবনীর উপর আলোচনা, মিলাদ মাহফিল গত ২৫ শে ডিসেম্বর রাত ৭ টায় সময় চট্টগ্রাম
হিলভিউ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হিলভিউ শাখার সভাপতি এস এম ফারুক হোসাইনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহিউদ্দিন জীবনের সঞ্চালনায়

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হিলভিউ শাখার উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর জামান সিআইপি। প্রধান অতিথি ছিলেন বিশ্বঅলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মেয়ের জামাতা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হিলভিউ শাখার উপদেষ্টা প্রকৌশলী আলহাজ্ব আজিজুল রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তাজকিয়া প্রধান উপদেষ্টা, বিশ্বঅলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র সুযোগ্য নাতি সৈয়দ আবু নাসের অনন্ত নূর, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আলহাজ্ব হারুন মিয়া চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক তৌফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদ সভাপতি ডাক্তার কৌশিক সাইমন, সংগঠনের হিলভিউ শাখা সহ-সভাপতি আব্দুর বাতেন, সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম। তকরির করেন মাওলানা মুফতি মোহাম্মদ সালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভাণ্ডারী, হামজাবাগ হযরত জুলমুন শাহ (রা.) জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম আল কাদেরী। মিলাদ কিয়াম করেন সংগঠনের হিলভিউ শাখার সহ-সভাপতি হাফেজ মওলান হারুন উর রশিদ।

উপস্থিত ছিলেন অত্র কমিটির কার্যকারী সদস্য ইউসুফ সোহেল, কাজী আনিসুজ্জামান সোহেল, মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সৈয়দ মনিরুল আলম, অর্থ সম্পাদক কামরুল হাসান মুরাদ, আলমগীর কমান্ডার মুহাম্মদ রবিউল হাসান, মামুন উর রশিদ, বেলাল উদ্দিন, মুহাম্মদ শফি, আব্দুর জলিল, জসিম উদ্দিন, মুহাম্মদ আতাউল্লাহ, রাহেন সহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, মাইজভাণ্ডার গাউসিয়া হক মঞ্জিলে সাজ্জাদানশীন রাহাবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মওলা হুজুর মাইজভাণ্ডারীর (ম.জি.আ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মাইজভাণ্ডার উরশ শরিফের হাদিয়া নিয়ে আসতে হবেনা, আপনার নিজে হাদিয়া হয়ে দরবারে আসবেন, সেই শিক্ষায় আজ বাস্তবায়ন হয়েছে। ৮০০ অধিক শাখা কমিটি আজ মহান ১০ পৌষ ২৫ শে ডিসেম্বর, বিশ্বঅলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করব আমরা যেন শাহান শাহ্ বাবাজানে আদর্শকে বাস্তবায়ন করতে পারে সে প্রত্যাশা করি। বিশেষ অতিথি সৈয়দ আবু নাসের অনন্ত নূর বক্তব্য বলেন, আমার কেও রাসুল (দ.) হতে চাইনা, খোদা হতে চাইনা, আমার যেন আমাদের মুর্শিদ রাহবারে আলম মওলা হুজুর মাইজভাণ্ডারী আদর্শ বাণীকে, ধারণ করে, অন্তরকে পরিশুদ্ধ করে দরাবারে যেতে পারিলে, আমাদের অন্তরের মধ্যে শান্তি আসবে। আমরা আজ ধন্য এই রকম একজন মুর্শিদ পেয়েছি, সকলের প্রতি আহবান আমাদের মুর্শিদ মওলা হুজুর মাইজভাণ্ডারী মিশনকে বাস্তবায়ন করতে পারে। উদ্বোধক আলমগীর জামান সিআইপি বলেন, আমি ছোট বেলা থেকে মাইজভাণ্ডার দরবার শরিফ পারিবারিকভাবে আসা-যাওয়া করি, আজ আমাদের মুর্শিদ মাওলা হুজুর মাইজভাণ্ডারী বিশ্বের কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত লাভ করেছেন। মাহফিলে শেষে সেমা মাহফিল, আশেক ভক্তবৃন্দকে তবররক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা