সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সভা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :

ইমেজ আল্ট্রা ক্লিনিক কাট্টলী শাখার শুভ উদ্বোধন

অদ্য ১০ মার্চ ২০২৪ রোববার সকাল ১০ ঘটিকায় ইমেজ সমাজ কল্যাণ সংগঠন পরিচালিত পাহাড়তলী সরাইপাড়া প্রাণহরি দাশ রোডস্থ’ মিডিসিটি মডেল স্কুল সংলগ্ন ইমেজ ক্লিনিকের কাট্টলী শাখার শুভ উদ্বোধন ও মিডসিটি মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমেজের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এইচ.এম. সোহেল এর সভাপতিত্বে এবং ইমেজ জালালাবাদ ক্লিনিকের ম্যানেজার মো: মোহসিন-উল-ইসলাম এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন দেশের খ্যাতিমান শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিএসএ গ্রুপ অব কোম্পানিজের সম্মানিত চেয়ারম্যান এ. ফেরদৌস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক ও বিএসএ গ্রুপ অব কোম্পানিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মো: ইসমাইল, সরাইপাড়া ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মো: নুরুল আমিন ও পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, পিপিএম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র ধর্মগ্রন্থ গীতা, ত্রিপিটক পাঠ করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচির প্রারম্ভে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিডসিটি মডেল স্কুলের শিক্ষিকাবৃন্দ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে স্বাগত বক্তব্য রাখেন ইমেজ সংস্থা ও মিডসিটি মডেল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা মিসেস সেলিনা আখতার। অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্যের পর ইমেজ আল্ট্রা ক্লিনিক কাট্টলী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানিত উদ্বোধক ও প্রধান অতিথি এ. ফেরদৌস চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপনে সংস্থা ও স্কুলের প্রতিষ্ঠাতা চবি সাবেক উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ ইফতেখার উদ্দিন চৌধুরী উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, উত্তর কাট্টলীস্থ হযরত আমানত উল্লাহ শাহ সড়কে অবস্থিত ইমেজ ক্লিনিক কাট্টলী শাখায় মিনি ক্লিনিকের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্বোধীত এই শাখায় পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সকল প্রকার প্রসূতি সেবা কার্যক্রম চালু করা হবে। বর্তমানে বিজ্ঞ ডাক্তার ও প্যারামেডিকস দ্বারা স্বল্পমূল্যে সাধারণ চিকিৎসা সেবা এবং বিনামূলে টিকাদান ও যক্ষ্মা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গুণগত স্বাস্থ্য ও শিক্ষাসেবা গ্রহণের জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় পারদর্শীতা প্রদর্শনে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও বিপুল সংখ্যক সুধি, অভিভাবক এবং এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠান সফল করায় ইমেজ সংস্থার সকল কর্মকর্তা, স্কুলের শিক্ষিকাদের প্রতি প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা