শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ কর্মসূচি পালন, মওলা হুজুর মাইজভাণ্ডারীর আদর্শকে ধারণ করলে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতে সহজ হবে।” – কাজী নিজামুল ইসলাম আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল – এর মাসিক সভা সম্পন্ন দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাপাসগোলা শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ নূর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় দেশব্যাপী চলমান তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ এসজেডএইচএম ট্রাস্ট এর নির্দেশনায় ঐতিহ্যবাহী পটিয়া মেহেরআটি শাখা’র ব্যবস্থাপনায় শরবত বিতরণ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল সম্পন্ন দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ
নোটিশ :

আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গত ২ জানুয়ারী ২০২৪খ্রি. আর্চবিশপ হাউসের কনফেরেন্স হলে এই কমিটির সাথে “আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী- ২০২৩” এর মূল্যায়ন ও ধন্যবাদ জ্ঞাপন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আয়োজক কমিটির সাথে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর। উল্লেখ্য গত ২০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে চটগ্রামের প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিস’র কাথলিক খ্রিস্টানদের ‘খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন’ আয়োজন করে ছিল “আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী-২০২৩”। চট্টগ্রাম আর্চডাইয়োসিস সম্মিলনীর আয়োজক হলেও একটি আন্তঃধর্মীয় কমিটি এই সম্মিলনী আয়োজনের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের প্রধান ধর্মগুরু ও সংলাপ কমিশনের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি’র সভাপতিত্বে সেই কমিটিতে ছিলেন সমন্বয়কারী এমরোজ গোমেজ, সদস্যবৃন্দ মানিক উইলভার ডি’কস্তা, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, আরেফিন রিয়াদ, তানভীর হোসাইন, দিলীপ বড়ুয়া, শ্যামল নন্দী, ফ্লেভিয়ান ডি’কস্তা, জুলিয়ান ডি’কস্তা প্রমূখ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে সাফল্যমন্ডিত হয় এই সম্মেলন। চট্টগ্রামে ছড়িয়ে পড়ে বিশ্বাসের অনুশাসনে শান্তিপুর্ণ সহবাস্থান-এর বার্তা।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা