চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আশেকানে হকভান্ডারী শোকর এ মওলা মঞ্জিলে মাইজভান্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেছেন, গাউসুল আজম শাহ সুফী হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) প্রবর্তিত একমাত্র তরিকা হচ্ছে মাইজভান্ডারী দর্শন।
অদ্য ২৫-০৩-২২২ইংরেজী শুক্রবারে‘আশেকানে হক ভাণ্ডারি শোকর-এ মওলা মনজিল কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক ও লেখক ‘শোকর এ মওলা মঞ্জিলের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্বেয় মামাজান জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালাম, বাংলাদেশ -ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ নুর হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন নেওয়াজ শাহরিয়ার আসিফ। স্বাগত বক্তব্য দেন জয়নাল আবেদিন তাওরাত। সভায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, দুস্থদের মাঝে আথিক অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ও মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম দেশে এবং প্রবাসের অসংখ্য সদস্য সদস্যাবৃন্দ প্রমুখ!
# জনাব
অ্যাডভোকেট জাফর হায়দার
চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ও চ্যানেল মানবাধিকার24
অনলাইনTV
# জনাব
মোঃ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
# জনাব
এ কে এম ছরওয়ার
হোসেন(স্বপন)
চেয়ারম্যান,৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রাম
উপদেষ্টা,
চ্যানেল মানবাধিকার24 অনলাইনTV
সার্বিক
সহযোগিতায়
# জনাব
মোঃ আবদুল মালেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
মোঃ
আবুল হাশেম সহ সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন,ফটিকছড়ি উপজেলা শাখা,চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নেজাম উদ্দিন
*বার্তা সম্পাদক ও পরিচালক : মোহাম্মদ সাইফুল্লাহ
ই-মেইল :
channelhumanrights@gmail.com
মোবাইল
: 01404415183, 01815506033
রেজিঃ
নং-সিএইচ-এস-৪৬১(৪৩)২০০৯
ঠিকানা : পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রাম
Copyright © 2023 চ্যানেল মানবাধিকার 24. All rights reserved.