শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উসুলে সাবআ সপ্ত পদ্ধতি জগতের সামনে তুলে ধরার যোগ্যতা, সক্ষমতা ও তৌফিক কামনা করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর জামাতে অংশ নেন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী (মাঃ) মাইজভান্ডারি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ বস্ত্র-সামগ্রী প্রদান মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্নঃ খুলশী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম শিশু ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ লাইলাতুল কদর মাহফিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক জিয়ারতরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নাজিরহাটে হক কমিটির ঈদ উপহার বিতরণ বাবা ভান্ডারীর ওরশ শরীফের আখেরি মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ উদযাপন,
নোটিশ :

সড়ক দুর্ঘটনায় নিহত মিশুর জানাজায় মুসল্লীর ঢল

চ্যানেল মানবাধিকার24বুলেটিন:-

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজি দীঘি সংলগ্ন হেঁয়াকো সড়কে চাঁদের গাড়ি উল্টে নিহত দুইজনের মধ্যে মিশু আকতারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৯-০২-২০২২ইংরেজী রাত ৮.১৫ মিনিটে দক্ষিণ পাইদং মোল্লার বাড়ীর দীঘির পাড় মাঠে জানাজার নামাজে ইমামতি করেন মোল্লার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল আকবর। মর্মাস্পর্শী সড়ক দুর্ঘটনায় নিহত মিশু আকতারের জানাজায় শীত উপেক্ষা করে নামে মুসল্লীর ঢল। তার জানাজায় শরিক হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন,পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন, হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবি এম গোলাম নুর, উপজেলা যুবলীগ নেতা মাইনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক রায়হান রুপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ এবিএম গোলাম নুর পেলাগাজি দীঘি সংলগ্ন হাইওয়ে সড়কে একটি ফুটওভার ব্রিজ নির্মানের দাবী করলে উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তা করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বারবার সড়ক দুর্ঘটনা সংগঠিত, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, নিহত পরিবারকে ক্ষতিপূরণ দাবী করে আজ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হবে জানান ছাত্র লীগের সভাপতি জামাল উদ্দিন। এসময় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে খড়া বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, আমাদের খলিজায় রক্তক্ষরন হচ্ছে। এই দুইটি সোনামনি নিহতের পিছনে হাইওয়ে পুলিশের হাত আছে। তাদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ আছে। ফটিকছড়ি থেকে হাইওয়ে পুলিশ ফাঁড়ি সরাতে হবে।
নিহত মিশুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা