শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। এস জেড এইচ এম ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইনÑএর সঞ্চালনায় ও ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম (বার) পিপিএম (বার)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) এম এ মাসুদ, উপ পুলিশ কমিশনার (সদর) আবদুল ওয়ারিশ, সিডিএ বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, পিপলস ইন্সুরেন্স কোঃ লিঃ এর অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও দারিদ্র্য বিমোচন প্রকল্প যাকাত তহবিল পরিচালনা পর্ষদ এর সহ সভাপতি সিরাজুল মোস্তফা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোঃ তরিকুল আলম, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকান্ড আমাদের সমাজ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে এবং দক্ষ জনগোষ্ঠী তৈরীতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, মানুষ-মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্মের মূল শিক্ষা। এতে ইশ্বর তথা আল্লাহর প্রতি ভক্তি জাগ্রত হয়। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে বিভিন্ন খাতে ২৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে প্রায় ২২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।