৫ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূর্যগিরি আশ্রম সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বিজয়াদশমী ও বিজয়া পুনমিলনী উপলক্ষে ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার বস্ত্র বিতরণী ও আরতি পুরস্কার বিতরণী সংগঠনের সাধারণ সম্পাদক কুমার রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোহাম্মদ কাজী মহসিন। উদ্ভোধক হিসেবে ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব সাদাত আনোয়ার সাদী । বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, এস.এম. আকাশ। এতে উপস্থিত ছিলেন শিক্ষিকা অর্চনা রাণী আচার্য, পুরোহিত পন্ডিত তরুণ কুমার আচার্য্য, বাদল দাশ, মো. মাহবুবুল আলম, মো. ভোলন, সজিব আচার্য্য, রুবেল শীল, কৃষ্ণা কলি আচার্য্য, ডা. সুশীল আচার্য্য, সুশীল আচার্য্য, অনিবার্ন আচার্য্য, পাথিবান আচার্য, সোনারাম আচার্য্য, আদেশ শীল, বিজন শীল, রনা শীল, আকাশ শীল, মো. জিপন, মো. তানভীর, মো. সালাউদ্দিন জিকু, মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল, জয়ন্তী আচার্য, দিবা আচার্য, বিজয় আচার্য প্রমূখ। পরিশেষে ৭৫ জনকে পুরস্কার বিতরণ, ৩০ জনকে বস্ত্র বিতরণ করা হয়।