মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে উদযাপিত, জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় “সুফি কথন” [মানকাবাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)] অনুষ্ঠিত। চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক আজ জয়িতা সম্মাননা পেয়েছেন জনপ্রতিনিধি হিসিবে একটানা ৩০ বছরেরও বেশি সময় পার করা কাউন্সিলর ফিরোজা বেগম গাউছিয়া হক মন্জিলের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলায় নবনিযুক্ত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ, চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন আধুনিক বিশ্বে নৈতিক বৈশ্বিকমানের মানুষ গঠনে মানুষকে ভালবাসতে হবে। -ড. নিজাম উদ্দিন জামি। ইমাম আল্লামা ফরহাদাবাদী (ক) শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৬ষ্ঠ ধাপের প্রাক-প্রাথমিক শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
নোটিশ :

সূর্যগিরি আশ্রম সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সহস্রাধিক উৎফুল্ল প্রাণের সমাগমে দীপ্তি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাগীশিক পাইন্দং ইউনিয়নস্থ সকল নৈতিক ও গীতা শিক্ষালয়ের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে পাঁচটি বিষয়ের উপর বর্ণালী প্রতিযোগীদের ২১ অক্টোবর শনিবার সহস্রাধিক সমাগমে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়। শতাধিক পুরস্কারে পুরস্কৃত এই প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা ধর্মচিন্তক এড. তপন কান্তি দাশ, বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক মাস্টার শিবু দে, উপদেষ্টা অঞ্জন দাশ, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি সুমন বণিক, সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকত, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের সভাপতি লাভলু দে, দেবাশীষ উজ্জ্বল দে, শিবু প্রসাদ দত্ত, অমৃত লাল দে, শুভাশিষ চৌধুরী, শিবু চৌধুরী, উজ্জ্বল চন্দ্র নাথ, স্বপন সাহা, সবুজ পাল, বাসু চৌধুরী, ছোটন দাশ, পিংকু চন্দ্র নাথ। পুরোহিত্য করেন পণ্ডিত তরুণ কুমার আচার্য, সহযোগী পুরুহিত পণ্ডিত সজিব আচার্য্য। এতে আরো উপস্থিত ছিলেন সুশীল আচার্য, হিমেল আচার্য্য, মানিক বড়ুয়া, টিটু চৌধুরী, ধীমান দাশ প্রমূখ। গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ৯ ঘটিকা হতে লায়ন্স ক্লাব অব ফটিকছড়ি ও লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে ডিইটি ক্যাম্প, আই সাইট টেস্ট, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং, চাইল্ডহুড ক্যানসার সচেনতাসহ খাদ্য বিতরণ করা হয়। পুজা উদযাপন পরিষদের সভাপতি ও আশ্রমের অধ্যক্ষ লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্যের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ও প্রতিযোগীতা পরিচালক রতন কুমার আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির কর্মকর্তাগণ, বিদ্যাপীঠ সমুহের শিক্ষকগণ, অভিভাবক মন্ডলী, দর্শনার্থী, বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারাদিন রাত অন্নপ্রসাদের ব্যবস্থা ছিল। সভাপতি অনুষ্ঠানের নিরাপত্তার জন্য থানা প্রশাসনের এস আই মোঃ সরোয়ার, এস আই মোঃ সেলিম ও এ এস আই মোঃ হারুনসহ পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্যগণ যথাক্রমে তদারকির মাধ্যমে দায়িত্ব পালনের জন্য এবং অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, সবাইকে কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তারা উদ্দীপনামুলক অনুষ্ঠান আয়োজনের জন্য ভুয়সী প্রশংসা করেন। উল্লেখ্য পুজা চলাকালীন পুরো পাঁচদিন যাবৎ জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর পরিবেশে স্বাত্বিক পুজা ও আয়োজন চলমান থাকবে।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা